এয়ারটেল প্রিপেইড রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে এবং নতুন ১ বছরের ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত করেছে। এই আপডেট প্ল্যানগুলির দাম রাখা হয়েছে ৪৯৯ টাকা থেকে ২,৭৮৯ টাকা পর্যন্ত।
৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩ জিবি করে ডেটা। সঙ্গে ১০০টি করে মেসেজ। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।
৬৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ২ জিবি করে ডেটা। সঙ্গে ১০০টি করে মেসেজ। এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিনের।
২,৭৯৮ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ২ জিবি করে ডেটা। সঙ্গে ১০০টি করে মেসেজ। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিনের।
ফলে এই সাবস্ক্রিবশনের সঙ্গে ডিজনি + হটস্টারের প্রাইম শো, ওয়েব সিরিজ এবং সিনেমাগুলিও দেখতে পারবেন গ্রাহকরা।