Advertisement

টেক

নম্বর সেভ না করেও কীভাবে WhatsApp-এ মেসেজ করবেন? জেনে নিন

Aajtak Bangla
  • 29 Aug 2021,
  • Updated 6:11 PM IST
  • 1/6

দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে হোয়াটসঅ্যাপ। ব্যবসা, চাকরি সমস্তকাজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেক সময় অচেনা মানুষকেও হোয়াটসঅ্যাপ করতে হয়। যে কারণে তাদের নম্বরও সেভ করতে হয়।
 

  • 2/6

কাজ হয়ে গেলে তার নম্বর ডিলিট করতে হয়, নাহলে নম্বর থেকেই যায়। এই ঝামেলা এড়াতে রইল একটা সহজ পদ্ধতি। নম্বর সেভ না করেও কীভাবে হোয়াটসঅ্যাপ করা সম্ভব তাই জেনে নিন।
 

  • 3/6

ফোনের ব্রাউজার ওপেন করে http://wa.me/xxxxxxxxxx এভাবে নম্বর টাইপ করতে হবে। 
 

  • 4/6

xxxxxxxxxx-র জায়গায় ১০ ডিজিটের নম্বরটি দিতে হবে। নম্বর যদি হয় 9876543210 তবে http://wa.me/9876543210 ব্রাউজারে লিখতে হবে। 

  • 5/6

এরপর এন্টার করতে হবে। এরপর একটি পেজ ওপেন হবে। যার নম্বর দিয়েছেন তার সঙ্গে মেসেজ জারি রাখার জন্য অনুমতি চাওয়া হলে গ্রহণ করুন। 
 

  • 6/6

এরপর ওই নম্বরে অনায়াসে চ্যাট করা যাবে। 
 

Advertisement
Advertisement