Advertisement

টেক

Local Train Services : ঝমঝমিয়ে লোকাল চলতেই ফের জায়গা দখল ওদের! বাড়ছে কদর

অভিজিৎ বসাক
  • কলকাতা,
  • 02 Nov 2021,
  • Updated 4:23 PM IST
  • 1/12

Local Train Services: যেন শীতঘুমে চলে গিয়েছিল। গুটিসুটি মেরে পড়েছিল এককোণে। তবে ফের নাড়া চাড়া দিয়ে উঠেছে। কদর বেড়েছে তাদের। ফিরে পেয়েছেন নিজেদের ফর্ম। সকাল থেকে রাত-সবসময় ব্যস্ত।

  • 2/12

অনেকে জীবন থেকেও বের করে দিয়েছিলেন। কিন্তু উপায় নেই। আবার ফিরিয়ে আনতে হল। আর তারা সব অপমান ভুলে কাজে লেগে পড়েছেন। আগের মতো সাহায্য করছে।

  • 3/12

মোবাইলে থাকা রেলের টাইম টেবিল অ্যাপ (Railway Timetable Apps)-এর কথা বলা হচ্ছে। যার মাধ্যমে লোকাল ট্রেনের যাতায়াতের সময় অনায়াসে জানা যায়।

  • 4/12

সেগুলি যে অত্যন্ত কার্যকর, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। অনেক অ্যাপে কোন ট্রেন কোথায় রয়েছে, জানিয়ে দেওয়া হয়। কাউকে ফোন করার কোনও ঝক্কি নেই। মোবাইল ফোনে ইন্টারনেট আর ওই অ্যাপসগুলো থাকলেই যথেষ্ট। 

  • 5/12

সকাল ৮টা ০৫মিনটের আপ শিয়ালদা-বনগাঁ লোকাল বা রাত ৯টার ডাউন গেদে-শিয়ালদা। মনে রাখতে হবে না কিছুই। কারণ সেই কাজটি সেরে ফেলা যাচ্ছে এক ঝলকেই।

  • 6/12

একটু খোঁজাখুঁজি করলেই বলে দেবে তা। এটা যেমন নিত্যযাত্রীদের ক্ষেত্রে কাজের, তেমন কাজের যাঁরা নিয়মিত লোকাল ট্রেন (Local Train)-এ যাতায়াত করেন না, তাঁদের জন্যও। তাঁদের মধ্যে অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন কোন ট্রেন কখন আসবে বা কোন ট্রেন কীভাবে ধরা যায়। তাঁরা সেই কাজ সেরে ফেলতে পারেন খুব সহজেই।

  • 7/12

এই অ্যাপ (Railway Timetable Apps)-গুলোর সব থেকে বড় মজা হল কম জায়গা দখল। খুব ছোট সাইজের অ্যাপ (Railway Timetable Apps)। কোনওটা ১ এমবি, কোনওটা ৩ এমবি। মোবাইলে বেশি জায়গা দখল করার ব্যাপার নেই। 

  • 8/12

আর ব্যবহার করাও খুব সহজ। যে কেউ সেগুলি কাজে লাগাতে পারেন, এ কথা বলাই যায়। গত বছর মানে ২০২০ সালে মার্চ মাসে করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের রেল পরিষেবা। তার মধ্যে লোকাল ট্রেন (Local Train) ছিল, দূরপাল্লার গাড়ি ছিল। মালগাড়ি যাতায়াত করেছে।

  • 9/12

আর এর ফলে যেন কদর কমে গিয়েছিল এই অ্যাপ (Railway Timetable Apps)-গুলি। কারণ দিনের-পর-দিন গেছে ট্রেন চলেনি। লকডাউনের সময়সীমা বেড়েছে। অবশেষে ২০২০ সালের নভেম্বর মাসে চলাচল শুরু করে ট্রেন লোকাল ট্রেন। তারপর চলতি বছরের মে মাস নাগাদ ফের বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন। সেই পরিষেবা চালু হয়েছে রবিবার থেকে। 

  • 10/12

আর ফের নিজেদের মহিমা দেখাতে পারছে এই ছোট-ছোট অ্যাপগুলো। বেলঘড়িয়ার বাসিন্দা প্রীতম চক্রবর্তী এক বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি জানান, লকডাউনের সময় তো সব কিছুই বন্ধ। ট্রেনে চড়ার কোনও উপায় নেই। তাই তখন অ্যাপ (Railway Timetable Apps)-গুলো ডিলিট করে দিয়েছিলাম। এখন তো আবার চালু হয়েছে। তাই এগুলো ডাউনলোড করেছি এবং কাজে লাগাচ্ছি। 

  • 11/12

রাজ্য সরকার ঠিক করেছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল করবে। তবে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে, সেই বিধি মানা হচ্ছে না।

  • 12/12

ভিড় হচ্ছে যথেষ্ট। শারীরিক দূরত্ববিধি ভাঙা হচ্ছে। অনেকে এখনও মাস্ক পরছেন না বলেও অভিযোগ উঠছে।

Advertisement
Advertisement