Advertisement

টেক

উল্টোদিকেও চলবে ওলা ইলেক্ট্রিক স্কুটার! জেনে নিন নতুন ফিচার

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Aug 2021,
  • Updated 1:30 PM IST
  • 1/6

আর দিন কয়েক পর দেশে লঞ্চ হবে ওলা ইলেক্ট্রিক স্কুটার। তারা আগে ৪৯৯ টাকায় চলছে প্রি-বুকিং। ইতিমধ্যে বহু মানুষ এর রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। অনেক নতুন ফিচারের মধ্যে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। ওলা স্কুটার নাকি উল্টো দিকেও চলতে সক্ষম! খবরটা কি সত্যি?
 

  • 2/6

নিত্যনতুন ফিচার প্রকাশ্যে আনছে সংস্থা। ওলা জানিয়েছে এই স্কুটারে রিভার্স গিয়ার ব্যবহার করা হয়েছে।
 

  • 3/6

জানা যাচ্ছে, ওলা স্কুটারের ডেলিভারি সোজাসুজি বাড়িতে করা হবে, যাকে বলে 'ডাইরেক্ট টু কনজিউমার'। ঠিক যেমন বাড়িতে অনলাইন কোনও জিনিস অর্ডার করলে চলে আসে, ওলা স্কুটারের ক্ষেত্রেও তাই হবে।
 

  • 4/6

olaelectric.com- এই ওয়েবসাইট থেকে ওলা স্কুটারের বুকিং করা যাচ্ছে। মাত্র ৪৯৯ টাকা দিয়ে হচ্ছে বুকিং। বুকিংয়ের টাকা ফেরতযোগ্য।
 

  • 5/6

পিছনে হেলমেট রাখার জায়গায় অনায়াসে ঢুকে যাবে ২টি হাফ হেলমেট। 
 

  • 6/6

আগামী ১৫ অগাস্ট ভারতে লঞ্চ করছে এই ইলেকট্রিক স্কুটার। সাধারণ মানুষের নজর করতে 'জয়েন দ্য রেভোলিউশন'-এর প্রচার চালাচ্ছে সংস্থা। 

Advertisement
Advertisement