Advertisement

টেক

TikTok-র পরে এবার ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ হতে পারে PUBG, শুরু জল্পনা

Aajtak Bangla
  • 28 Jan 2021,
  • Updated 12:10 PM IST
  • 1/7

PUBGপ্রেমীদের খারাপ খবর। সম্ভবত ভারতে পুনরায় লঞ্চ হওয়ার কোনও সম্ভবনাই নেই PUBG Mobile India। টিকটকের পরে মনে করা হচ্ছে পুরোপুরি এই PUBGর উপরে নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। 
 

  • 2/7

ভারতের লঞ্চকরার জন্য সম্পূর্ণ নতুন অবতারে হাজির হয়েছিল PUBG। নতুন নাম দেওয়া হয়েছিল PUBG Mobile India। কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার ও প্রযুক্তি মন্ত্রক এখনও এই গেমের অনুমতি দেয়নি।

  • 3/7

এই গেমটি লঞ্চ নিয়ে দুটি আরটিআইও হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার ও প্রযুক্তি মন্ত্রক জানিয়ে দেয়, এখনও পর্যন্ত তারা এই সংস্থা অ্যাপ, ওয়েবসাইট কিংবা অন্য কোনও পরিষেবা চালু করার বিষয়ে ভাবেনি।

  • 4/7

ইতিমধ্যে টিকটকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ফলে এই সম্পূর্ণ নিষেধাজ্ঞার ধাক্কা এবার পাবজিতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

  • 5/7

ইতিমধ্যে পাবজি ফের ফিরতে পারে বলে আসায় ছিলেন ভারতীয় গেমাররা। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই আশার সম্ভাবনা খুবই কম।

  • 6/7

জানা যাচ্ছে, পুরো বিষয়টি ঘিরে দোলাচলে রয়েছে পাবজি কর্তারাও। তারাও বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। ইতিমধ্যে ভারতে কয়েককোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছিল সংস্থাটি।

  • 7/7

২৬ তারিখ মুক্তি পেয়েছে FAUG। গেমটিকে পাবজির সমতুল্য বলা হলেও এখন ব্যাটল ব়য়্যাল মুড ও মাল্টিপ্লেয়ার মুডই চালু হয়নি। ফলে ভারতীয় গেমারদের একাংশ হতাশ এই গেমটি নিয়েও।

Advertisement
Advertisement