Advertisement

টেক

PUBG ফিরছে ভারতে, আপনার আগের অ্যাকাউন্ট কি ফিরে পাবেন ?

Aajtak Bangla
  • 19 Nov 2020,
  • Updated 12:24 AM IST
  • 1/7

কিছু দিন আগে দক্ষিণ কোরিয়ার গেমিং সংস্থা PUBG Corporation ভারতে PUBG মোবাইল ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে। শীঘ্রই  PUBG Mobile India গেমটি চালু করা হবে। ছবি- আজ তক

  • 2/7

ভারতীয় গেমারদের সুবিধার জন্য PUBG Mobile India তৈরি করা হয়েছে। তবে কবে থেকে এই গেমটি ভারতে চালু হবে সেই বিষয়ে সংস্থা এখনও স্পষ্ট কিছু জানায়নি।  ফলে বিষয়টি নিয়ে ভারতীয় ব্যবহারকারীদের মনে অনেক প্রশ্ন রয়েছে।  ছবি- আজ তক

  • 3/7

এই মুহূর্তের বড় প্রশ্নটি হল PUBG গেমারদের পুরনো অ্যাকাউন্টের কী হবে।  কারণ, গেমাররা প্রত্যেকের অ্যাকাউন্ট আপডেট করে অনেক স্কোর জমিয়েছিলেন। ফলে তাঁরা একপ্রকার হাই লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। অনেকের আশঙ্কা, এখন যদি আবার শূন্য থেকে  তাঁদের শুরু করতে হয়। তাহলে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। ছবি- আজ তক

  • 4/7

সুসংবাদটি হল, ব্যবহারকারীরা তাঁদের পুরনো হয়তো ফিরে পাবেন। এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে। PUBG Mobile India নামে নতুন অ্যাপটিতে আগের আইডি থেকেই অ্যাকাউন্ট খোলা যাবে। ফলে আগে যত পর্যন্ত স্কোর ছিল সেই পুরনো সব কিছু ফিরে পেতে পারেন গেমাররা।  ছবি- আজ তক

  • 5/7

যদিও এই রিপোর্টের সত্যতা কতটা, সেটা আর কয়েকদিনের মধ্যে পরিস্কার হবে। যদিও চিনা কোম্পানি টেনসেন্ট ভারতে তাদের সমস্ত সার্ভার বন্ধ করে দিয়েছে। কিন্তু নতুন অ্যাপ  PUBG Mobile India-এর সঙ্গে টেনসেন্টের কোনও সম্পর্কই নেই।  ছবি- আজ তক

  • 6/7

টেনসেন্ট ও পাবজির মধ্যে ভারতীয় ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিয়ে কী চুক্তি হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। কারণ, ভারতীয় ব্যবহারকারীরা যদি তাঁদের অ্যাকউন্ট ফিরে পেতে চায়, তাহলে পাবজিকে টেনসেন্টের থেকে সেই ডেটা নিতে হবে। ছবি- আজ তক

  • 7/7

PUBG Mobile India কবে থেকে চালু হবে সেটা আর কয়েকদিন পরেই সকলে জানতে পারবেন। কিন্তু গেম শেয়ারিং কমিউনিটিতে এখনও পর্যন্ত 
PUBG Mobile India-এর সাড়ে তিন লাখের বেশি প্রি-রেজিস্ট্রেশন হয়েছে বলে জানা যাচ্ছে।  ছবি- আজ তক

Advertisement
Advertisement