ভারতে লঞ্চ হলেও এখনও অনেকেই খেলতে পাচ্ছেন না PUBG New State। জানা গিয়েছে, সার্ভারের সমস্যার জন্য এখনও এই গেমটি সকলের পক্ষে খেলা সম্ভব হচ্ছে না।
তবে ক্রাফটনের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, গেমের সার্ভারের সমস্যা তাদের নজরে এসেছে। দ্রুত সেই সমস্যা মিটিয়ে দেওয়া হবে।
২০৫১ সালে কেমন হতে পারে একটি ব্যাটল ব়য়্যাল গেমে, সেই দিকে লক্ষ্য রেখেই এই গেমটি তৈরি করা হয়েছে।
তবে ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটির সঙ্গে এই গেমটির অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে ম্যাপ এবং ক্যারেক্টারের পার্থক্য এসেছে।
এর পাশাপাশি গেমের গ্রাফিক্স আগের থেকে অনেক উন্নত করা হয়েছে বলে জানিয়েছেন অনেক গেমার।
জানা গিয়েছে, এই গেমটি শুধুমাত্র মোবাইল ভার্সনেই লঞ্চ করা হয়েছে। পিসি ভার্সনে লঞ্চ করা হয়নি।
তবে গেমটির সার্ভারে সমস্যা হওয়ায় অনেকেই গেমটি এখনও খেলতে পারছিলেন। তবে সমাধান হয়ে গিয়েছে বলে দাবি করছে সংস্থা।