Advertisement

টেক

Electric Scooter: ১০০ টাকার পেট্রোল নয়, মাত্র ২৮ টাকার বিদ্যুৎ খরচেই ছুটবে ১০০ কিমি!

Aajtak Bangla
  • 14 Dec 2021,
  • Updated 2:20 PM IST
  • 1/7

দামে, বৈশিষ্টে Ola বা TVS-এর ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে বাজারে হাজির হায়দরাবাদ-ভিত্তিক স্টার্টআপ Pure EV-এর EPluto 7G ইলেকট্রিক স্কুটার। চলুন জেনে নেওয়া যাক এই ই-স্কুটারের বেশ কয়েকটি নজরকাড়া ফিচার...

  • 2/7

সংস্থার দাবি যে, EPluto 7G ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ চার্জ দেওয়ার পর টানা ৯০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। EPluto 7G ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৪ ঘণ্টা।

  • 3/7

বিদ্যুৎ খরচের দিক দিয়ে হিসাব করলে প্রতি কিলোমিটারে এর খরচ পড়ে মাত্র ২৮ পয়সা। আপনি যদি দৈনিক ২০ কিলোমিটার ভ্রমণ করেন তাহলে আপনার একদিনে খরচ হবে সাড়ে ৫ টাকার চেয়ে সামান্য বেশি (৫.৬০ টাকা)।

  • 4/7

এই হিসাবে, এই ই-স্কুটারটি পুরো মাসে চার্জ করতে খরচ হবে মাত্র ১৫৬ টাকা যা দেড় লিটার পেট্রোলের দামের সমান। ৭৬ কেজি ওজনের Pure EV-এর EPluto 7G ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা।

  • 5/7

সমস্ত মডেলে অ্যারোডাইনামিক বডি, মাল্টি-রিফ্লেক্টর হেডল্যাম্প, ৪-ইঞ্চি এলসিডি স্ক্রিন, রাউন্ডেড মিরর এবং ১০-ইঞ্চি অ্যালয় হুইল ফ্যাট রাবারের টায়ারে দেওয়া হয়েছে।

  • 6/7

এই ইলেকট্রিক স্কুটারটি মাত্র ৪ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছে যেতে পারে। এর লোড ক্ষমতা ১৫০ কেজি পর্যন্ত।

  • 7/7

এই মডেলটি লাল, হলুদ, নীল এবং সাদা সহ সাতটি রঙে পাওয়া যায়। দিল্লিতে এই ই-স্কুটারটির এক্স-শোরুম দাম ৮৩,৭০১ টাকা। প্রতি মাসে মোটামুটি আড়াই হাজার টাকার সহজ কিস্তিতেও কেনা যাবে Pure EV-এর EPluto 7G ইলেকট্রিক স্কুটার।

Advertisement
Advertisement