আজ ভারতের বাজারে এল Realme 8i, Realme 8s এবং Realme Pad। এর মধ্যে Realme Pad সংস্থার প্রথম ট্যাবলেট।
Realme Pad-এ ১০.৪ ইঞ্চি WUXGA+ Immersive ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজলিউশান ২০০০X১২০০ পিক্সেল। তাছাড়া এর স্ক্রিন টু বডি রেশিও ৮২.৫%। এতে দেওয়া হয়েছে Helio G80 গেমিং প্রসেসর।
ট্যাবলেটটির ব্যাটারি 7000mAh। রয়েছে 18W-এর ক্যুইক চার্জ সাপোর্ট। সংস্থার দাবি একটানা ১২ ঘণ্টা এর ডিসপ্লে দেখা যাবে, এবং এটির স্ট্যান্ডবাই টাইম ৬৫ ঘণ্টা।
Realme Pad-এর দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। এছাড়া আরও একটি মডেল রয়েছে, যেটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫,৯৯৯ টাক।
Realme Pad-এর আরও একটি মডেল রয়েছে, যার দাম ১৭,৯৯৯ টাকা। ১৬ সেপ্টেম্বর ফ্লিপকার্টে দুপুর ১২টা থেকে এর বিক্রি শুরু হবে।
এটি অ্যান্ড্রয়ের ১১-র Realme UI for Pad-এ চলবে। এছাড়া এতে দেওয়া হয়েছে Dolby Atmos Quad স্পিকার। ট্যাবলেটটির ওজন ৪৪০ গ্রাম।