টোকিও অলিম্পিক ২০২০ -তে পদক জয়ী সকল ভারতীয় ক্রীড়াবিদকে Mi 11 Ultra স্মার্টফোন দেওয়ার ঘোষণা করেছে Xiaomi। সংস্থার ইন্ডিয়ার এমডি মনু কুমার জৈন তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এই ঘোষণা করেছেন।
সংস্থা জানিয়েছে, পদকজয়ী সমস্ত ক্রীড়াবিদ অত্যন্ত ধৈর্য্য নিষ্ঠার পরিচয় দিয়েছে। তাঁদের কর্তব্যের প্রতি মূল্যবোধ রেখে এই মোবাইল উপহার দেওয়া হবে।
প্রসঙ্গত এবারের অলিম্পিকে ভারত রেকর্ড সৃষ্টি করেছে। টোকিও অলিম্পিকে ভারত একটি সোনা, দুটি রুপো এবং ৪টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে।
২০০৮ সালের পরে এই প্রথম কোনও অলিম্পিকে সোনার পদক জিতল ভারত। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সোনার পদক জেতেন। অলিম্পিকের প্রথম দিন রুপো পান মীরাবাই চানু।
ইতিমধ্যে ভারতের পদকজয়ী সকল ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানানো হয়েছে। সরকার ও বিভিন্ন সংস্থার তরফ থেকেও প্রচুর পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
MI-এর ওয়েবসাইট অনুযায়ী ফোনটির দাম এখন ৬৯,৯৯৯ টাকা। এর প্রসেসর- Qualcomm Snapdragon 888। ফোনটির সাইজ ৬.৬৭ ইঞ্চি। ফোনের ব্যাটারি ৫ হাজার mAh। সেই সঙ্গে 67W ফাস্ট চার্জিং সার্পোট।