Advertisement

টেক

ইন্টারনেট ছাড়াই UPI দিয়ে করা যাবে লেনদেন? জানুন সহজ পদ্ধতি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Nov 2021,
  • Updated 2:29 PM IST
  • 1/6

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডিজিটাল লেনদেনের অন্যতম অবদান। এর মাধ্যমে টাকা পাঠাতে বা গ্রহণ করা একেবারেই সহজ হয়ে গোয়েলসে। ইন্টারনেট ছাড়াও UPI অ্যাক্সেস করা যায়।
 

  • 2/6

ইন্টারনেট ছাড়াই UPI লেনদেন করবেন কীভাবে? UPI লেনদেনের জন্য আপনার ফোন নম্বরটি BHIM অ্যাপে নিবন্ধিত থাকতে হবে। এর পরই আপনি এটি ব্যবহার করতে পারবেন।
 

  • 3/6

এর জন্য আপনাকে ফোনের ডায়লারে USSD কোড *99# ডায়াল করতে হবে। এরপর কল অপশনে ক্লিক করতে হবে।
 

  • 4/6

এরপর ফোনে আপনাকে একটি পপ-আপ মেনু দেখাবে। এখানে আপনি ব্যালেন্স চেক করা থেকে UPI পিন পরিচালনা করার বিকল্প পাবেন। টাকা পাঠাতে হলে সেন্ড মানি অপশনে যেতে হবে।
 

  • 5/6

এর পরে, আপনি কাকে টাকা পাঠাতে চান তার বিবরণ লিখতে হবে। এতে, ইউপিআই আইডি ছাড়াও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণও ব্যবহার দিতে পারেন। আপনি যত টাকা পাঠাতে চান তা লিখুন।
 

  • 6/6

এর পর আপনাকে send এ ক্লিক করতে হবে। এরপর আপনাকে Remark জিজ্ঞাসা করা হবে। আপনি 1 টিপে এটি এড়িয়ে যেতে পারেন। পরবর্তী ধাপে, আপনাকে UPI পিন প্রদান করতে হবে। আপনি পিন দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাবে। তবে, বাধ্যতামূলকভাবে আপনাকে শুধুমাত্র UPI পিনে BHIM অ্যাপের সঙ্গে নিবন্ধিত পিন ব্যবহার করতে হবে।
 

Advertisement
Advertisement