Advertisement

টেক

Phone Internet Issues: ফোনে ইন্টারনেটের সমস্যা? মেটান এই ৫ টেকনিকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • Updated 4:44 PM IST
  • 1/9

মোবাইল ছাড়া আমাদের একটুও চলে না। সকাল থেকে রাত পর্যন্ত এই যন্ত্রটি আমাদের সঙ্গ দেয়। তাই এটাকে সবথেকে প্রিয় গ্যাজেট বললেও অত্যুক্তি হয় না।

  • 2/9

মাথায় রাখতে হবে, বর্তমানে মোবাইলে আমরা সবথেকে বেশি ব্যবহার করি ডেটা। ইন্টারনেটের মাধ্যমেই চলে গেম খেলা এবং ভিডিও দেখা।

  • 3/9

তবে অনেক সময় মোবাইলে ইন্টারনেটই ঠিক করে চলে না। ফলে মন খারাপ হয়ে যায়। সময় কাটতে চায় না।

  • 4/9

যদিও এমন সমস্যার সহজ সমাধান রয়েছে আমাদের হাতের মুঠোতেই। তাই আর সময় নষ্ট না করে এমনই কয়েকটি ট্রিক জেনে নিন।

  • 5/9

এমনটা শুরু হলেই প্রথমে একবার ইন্টারনেট অফ করে অন করুন। তাতেই দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। ডেটা কাজ করবে।

  • 6/9

এরপরও সমস্যা ঠিক না হলে একবার ফোনটা এয়ারপ্লেন মোডে দিন। তারপর মোডটা বন্ধ করে দিন। তাহলেই দেখবেন ডেটা কাজ করবে।

  • 7/9

ফোনটা একবার বন্ধ করে আবার অন করুন। সোজা ভাষায় যেটাকে রিস্টার্ট বলে। এটা করলেই দেখবেন অনায়াসে ফোন ঠিক ঠাক কাজ করবে।

  • 8/9

এরপরও সমস্যা হলে আপনি ফোনের সিমটা একবার খুলুন। তারপর লাগান। দেখবেন তাতেই কাজ হবে। আবার ঠিক ঠাক কাজ করবে ইন্টারনেট।

  • 9/9

অনেক সময় ফোনের সফটওয়্যারের কারণে ডেটা স্পিড পাওয়া যায় না। সেক্ষেত্রে ফোন আপডেট করুন। তাতেই খেলা ঘুরে যাবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement