Advertisement

টেক

Whatsapp-এ যোগ হল ৩ নয়া ফিচার, কী কী সুবিধে পাবেন? জানুন

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 03 Nov 2021,
  • Updated 8:38 AM IST
  • 1/12

Whatsapp Adds New Features: দুনিয়ার অন্যতম জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারীদের জন্য সুখবর। ওই সংস্থা একলপ্তে তিন-তিনটে নতুন ফিচার যোগ করেছে। তার মধ্যে একটি অবশ্য ওয়েবের জন্য। তবে বাকি দু'টি ফিচার মোবাইলের জন্য।

  • 2/12

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে ইমেজ বা ছবি পাঠানোর আগে হোয়াটসঅ্যাপ (Whatsapp)-এ এডিট করে নিতে পারবেন। 

  • 3/12

এর পাশাপাশি মোবাইল অ্যাপ (Whatsapp) ইউজাররা স্টিকার সাজেশন আর লিংক প্রিভিউয়ের আরও ভাল অপশন দেওয়া হয়েছে। এই ফিচারের বিষয়ে টুইট করে জানানো হয়েছে।

  • 4/12

হোয়াটসঅ্যাপ (Whatsapp)-এর তরফ জানানো হয়েছে, আমরা জানি আপনি যখন নিজেকে এক্সপ্রেস করতে চান, তখন চান আপনি কমফর্টেবল ফিল করুন। 

  • 5/12

আর তাই পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করেন। ব্যবহার করার সময় আরও ভাল অভিজ্ঞতা হয় সেই উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। 

  • 6/12

ইউজারদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছিল তারা। আর সেখান থেকেই নয়া এই ফিচার যোগ করা হয়েছে। 

  • 7/12

টুইট করে নিজেদের নয়া ফিচারের ব্যাপারে জানিয়েছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। 

  • 8/12

ডেস্কটপ ফটো এডিটর
এই ফিচার মেসেজিং অ্যাপটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাহায্যে ডেক্সটপ অ্যাপ (Whatsapp) থেকে ফটো এডিট করা যেতে পারবে। এবং তা করা যাবে ছবি পাঠানোর সময়। 

  • 9/12

স্টিকারও অ্যাড করতে পারবেন। প্রথম এই ফিচার কেবলমাত্র মোবাইলে ছিল। এখন তা যোগ হলো ডেস্কটপ ভার্সনেও। 

  • 10/12

স্টিকার সাজেশন
আপনার কথাবার্তার ওপর ভিত্তি করে স্টিকার সাজেশন দেওয়া হয়। যখন ব্যবহারকারী টাইপ করবেন আর তাঁকে পারফেক্ট স্টিকার সাজেশন দেখানো হবে। এর ফলে ইউজার চ্য়াট না পাল্টেই খুব আরামে নিজেদের স্টিকার খুঁজে নিতে পারবে।

  • 11/12

লিঙ্ক প্রিভিউ
এটি হল হোয়াটসঅ্যাপের তৃতীয় ফিচার। এটিকে অদলবদল করা হয়েছে। এখন ইউজার লিঙ্ক প্রিভিউ পুরোটাই দেখতে পারবেন। যখন কোনও হোয়াটসঅ্যাপ ইউজার লিঙ্ক পাঠাবেন বা রিসিভ করবেন, তখন তাঁরা বেশি কনটেক্সট দেখতে পারবেন।

  • 12/12

মনে করা হচ্ছে এই ফিচার যোগ হওয়ার ফলে ব্যবহারকারীদের আরও সুবিধা হবে। 

Advertisement
Advertisement