Advertisement

টেক

সাবধান! Whatsapp এর এই মোড ডাউনলোড করলেই বিপদে পড়বেন

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 Aug 2021,
  • Updated 1:46 PM IST
  • 1/6

হোয়াটসঅ্যাপকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপের একটি মোড অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু সেটার জেরে ব্যবহারকারীদের মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। 

  • 2/6

সাইবার সিকিউরিটি মেজর Kasperskyএ বিষয়ে রিপোর্ট করেছে। এর গবেষক বলেছেন যে হোয়াটসঅ্যাপের একটি পরিবর্তিত সংস্করণ রয়েছে সেটাতে হ্যাক হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এতে Trojan Triada রয়েছে। এই অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীদের অতিরিক্ত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা মূল অ্যাপে নেই।

  • 3/6

Kaspersky জানিয়েছে, FMWhastApp এর নতুন আপডেটে এই সমস্যা তৈরি হয়েছে। এটি ডাউনলোড করলেই মোবাইলে ট্রোজেন সক্রিয় হয়ে যায়। ডিভাইস আইডি, সাবস্ক্রাইবার আইডি, ম্যাক অ্যাড্রেসের মতো গুরুত্বপূর্ণ তথ্য অন্য জায়গায় চলে যেতে থাকে। 

  • 4/6

যে কোনও মোবাইলে ঢুকেই ট্রোজেন সেখান থেকে ডেটা নিয়ে মেন সার্ভারে পাঠাতে থাকে। ফলে মোবাইব সম্পর্কে যাবতীয় তথ্য অন্য জায়গায় চলে যেতে থাকে। 

  • 5/6

FMWhastApp মোবাইলে ডাউনলোড হলে অনেক ম্যালওয়ারও মোবাইলে ডাউনলোড হয়ে যায়। ফলে বড় সমস্যা তৈরি হয়।

  • 6/6

কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাপটি মোবাইলের মালিকের অজান্তেই বিভিন্ন জায়গায় সাবস্ক্রাইব করে দেয়। ফলে কারোর অজান্তেই ব্যাঙ্ক থেকে টাকা কাটতে শুরু করে দেয়।  
 

Advertisement
Advertisement