Advertisement

টেক

'ওই ৪৫ মিনিট দীর্ঘ ছিল!' ব্ল্যাকআউটে ক্ষমা চাইল WhatsApp

Aajtak Bangla
  • 20 Mar 2021,
  • Updated 10:54 AM IST
  • 1/5

৪৫ মিনিটের সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। বিবৃতি জারি করে এমনটাই জানাল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শুক্রবার রাতে আচমকা হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়ে যায়। সমস্যায় পড়েন গোটা বিশ্বে ছড়িয়ে কোটি কোটি গ্রাহক সমস্যায় পড়েন।

  • 2/5

গতকাল ঠিক ১১টার সময়ে এই সমস্যা শুরু হয়। প্রায় ৪৫ মিনিট হোয়াটসঅ্যাপ মেসেজ আদান প্রদান সহ কিছুই করা যাচ্ছিল না। 
 

  • 3/5

তবে কী কারণে হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়েছে, সেই সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি সংস্থা। তারা জানিয়েছে , গ্রাহকদের ধৈর্য্যের জন্য তারা কৃতজ্ঞ।

  • 4/5

শুধু হোয়াটসঅ্যাপই নয়। সার্ভার ডাউন হয় ফেসবুক ও ইনস্টাগ্রামেরও। জনপ্রিয় অ্যাপগুলির এমন হালে বিপাকে পড়েন সকলে।
 

  • 5/5

এর জেরে বেড়েছে সিগন্যালের ব্যবহারকারীদের সংস্থা। গতকাল ট্যুইট করে সিগন্যাল জানিয়েছে তাদের ডাউনলোড সংখ্যা আচমকা বৃদ্ধি পেয়েছে।

Advertisement
Advertisement