WhatsApp-এ অনেকসময়ই কোনও ইউজার নির্দিষ্ট কারও মেসেজ পড়তে চান না, বা এড়িয়ে যেতে চান। আবার অনেকে চান অ্যাপ না খুলেই মেসেজটি পড়ে ফেলতে। কিন্তু কী ভাবে তা করবেন জানা নেই। সেটা কিন্তু করা যায়। অর্থাৎ অ্যাপ না খুলেই আপনি পড়ে ফলতে পারবেন মেসেজ।
অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ না খুলেই মেসেজ পড়ার জন্য আপনাকে সহজ কয়েকটি পদ্ধতি পদ্ধতি অনুসরণ করতে হবে।
এর জন্য আপনাকে মোবাইলেপ হোম স্ক্রিনে WhatsApp-এর Widgets অ্যাড করতে হবে। Widgets অ্যাড করার জন্য মোবাইলের হোম স্ক্রিনটা কিছুক্ষণ ট্যাপ করে রাখুন। এরপর Widgets অপশনে যান। সেখানে বেশকিছু শর্টকার্টস দেখতে পাবেন।
সেখানে WhatsApp-এর শর্টকার্টটি খুঁজুন। সেখানে WhatsApp-এর Widgets দেখতে পাবেন। সেগুলির মধ্যে থেকে আপনাকে ৪x১ WhatsApp widget সিলেক্ট করুন।
এরপর সেই widget-টি হোল্ড করে হোম স্ক্রিনে নিয়ে আসুন। হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি সেটি হোল্ড করে সাইজ অ্যাডজাস্ট করতে পারেন। এর ফলে আপনি হোয়াটসঅ্যাপ না খুলেই মেসেজ পড়তে পারবেন।
তবে কোনও চ্যাটে ক্লিক করবেন না। কারণ চ্যাটে ক্লিক করলেই অ্যাপটি খুলে যাবে এবং সেন্ডার বুঝে যাবেন যে আপনি তাঁর মেসেজ পড়ে ফেলেছেন।