WhatsApp বরাবর দাবি করে এসেছে তাদের অ্যাপ সুরক্ষিত। এখান থেকে চ্যাট লিক হয় না। কিন্তু, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। যা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক।
হোয়াটসঅ্যাপের মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপটেড- এরকম দাবি করেছে ওই সংস্থা। তবে এখন জানা যাচ্ছে, মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপটেড নয়। যদিও ফেসবুকের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।
প্রোপাবলিকার রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে। সেখানে জানানো হয়েছে, মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপটেড-এর যে দাবি করা হয়েছিল তা আদতে ওই কোম্পানির মার্কেটিং পলিসি।
২০১৬ সালে এন্ড টু এন্ড এনক্রিপটেড- চালুর দাবি করেছিল WhatsApp। কিন্তু সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রোপাবলিকারের পাল্টা দাবি, হোয়াটসঅ্যাপের প্রায় ১ হাজার জন কর্মীর গতিবিধির উপর পর্যবেক্ষণ চালানো হয়।
ফেসবুক বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ওই ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য দেখতে পারে। তাঁদের কাছে কী মেসেজ বা ভিডিও এসেছে এই সব সহজেই দেখতে পারে ফেসবুক।
Whats App-এর নতুন ভার্সেনে একটা অন্য ধরনের পপ-আপ আসে। সেখানে বলা থাকে, 'এই কন্ট্যাক্টের শেষ ৫ টি মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। আপনি যদি এই কন্ট্যাক্টটিকে ব্লক করে চ্যাটটি ডিলিট করে দেন তবে এটি কেবল এই ডিভাইস থেকে ডিলিট হবে।;
যদিও ফেসবুকের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, যে অভিযোগ সামনে এসেছে তা ভিত্তিহীন। ইউজারদের তথ্য সুরক্ষিত রাখতে তারা দায়বদ্ধ।