Advertisement

টেক

হোয়াটসঅ্যাপেই পেমেন্ট! সবার জন্য চালু হচ্ছে WhatsApp Pay

Aajtak Bangla
  • 26 Jun 2021,
  • Updated 5:51 PM IST
  • 1/6

গত বছরের নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচার নিয়ে আসা হয়েছিল। কিন্তু দেশের সমস্ত ইউজারদের জন্য এই ফিচার নিয়ে আসা হয়নি। এবার হোয়াটসঅ্যাপ দেশের সমস্ত গ্রাহকদের জন্য ফিচার নিয়ে এসেছে।

  • 2/6

সংস্থা জানিয়েছে, এই পদ্ধতিতে টাকা লেনদেন আরও মসূণ হবে অনলাইনে। সাধারাণত কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা নির্দিষ্ট কাউকে টাকা পাঠাতে এই পেমেন্ট অপশন নিয়ে আসা হয়েছে।

  • 3/6

প্রায় ১৬০টি ব্যাঙ্ক তালিকাভুক্ত রয়েছে হোয়াটসঅ্যাপ পে অপশনে।  National Payments Corporation of India পার্টিনারশিপে এই ফচার আনা হয়েছে।
 

  • 4/6

হোয়াটসঅ্যাপ পে চালু করতে প্রথমে সেটিংস মেনুতে যান। সেখানেই Add New Payment অপশনে ক্লিক করতে হবে। তারপরেই বিভিন্ন ব্যাঙ্কের তালিকা খুলে যাবে। সেখানে নিজের ব্যাঙ্কের নামে ক্লিক করতে হবে।

  • 5/6

এরপরে বৈধতা যাচাই করার জন্য রেজিস্টার মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। তারপরেই ফোন নম্বর দিয়ে সিলেক্ট করবে হবে। তারপরেই সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ পে- অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
 

  • 6/6

সাধারণত গুগল পে, ফোন পে-তে যেভাবে পেমেন্ট করা হয় সেভাবেই হোয়াটসঅ্যাপ পে তে পেমেন্ট করা যাবে। সংস্থা জানিয়েছে, অত্যন্ত সুরক্ষিত ভাবেই হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করা যাবে

Advertisement
Advertisement