একের পর এক ফিচার এনে চমক দিয়ে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আগামী দিনে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও দুর্দান্ত কিছু ফিচার নিয়ে আসতে চলেছে এই অ্যাপটি। এক নজরে জেনে নিন এই ফিচার গুলি সম্পর্কে
Instagram Reels নিয়ে আসা হচ্ছে হোয়াটসঅ্যাপে। WABetaInfo তথ্য অনুসারে, এখন এই ফিচারের উপর কাজ চলছে। এতে ব্যবহারকারীরা অতি সহজেই হোয়াটসঅ্যাপেই Instagram Reel এর ভিডিও দেখতে পারবেন।
এখন হোয়াটসঅ্যাপ একই সময়ে শুধুমাত্র একটা ডিভাইসে খোলা রাখা যায়। কিন্তু আগামী দিনে একাধিক ডিভাইসে খোলা রাখা যাবে। এই সুবিধা যারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এই ফিচারটির উপর বর্তমানে কাজ চলছে।
হোয়াটসঅ্যাপে মোবাইল থেকে গ্রুপ কল করা যায়। কিন্তু ডেস্কটপ ভার্সনে এখনও তা চালু হয়নি। রিপোর্ট অনুসারে, এই ফিচারের উপর কাজ চলছে। অতিদ্রুত তা চালু করা হবে।
whatsapp disappearing photo features- অপশনটির জন্য পরীক্ষা চালাচ্ছে। খুব তাড়াতাড়ি এই ফিচারটি নিয়ে আসা হতে পারে বলে মনে করা হচ্ছে। WaBetaInfo তথ্য অনুযায়ী, একবার কোনও ছবি এই ফিচারের মারফত কারোর ইনবক্সে আসলে দেখমাত্র তা গায়েব হয়ে যাবে।
জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অডিও মেসেজ ফিচারের উপরেও কাজ করছে। এই ফিচারের ফলে অডিওর গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।