Advertisement

টেক

এই স্মার্টফোনগুলিতে বন্ধ হচ্ছে WhatsApp, রইল তালিকা

Aajtak Bangla
  • 23 May 2022,
  • Updated 3:36 PM IST
  • 1/6

WhatsApp ইউজারদের জন্য দুঃসংবাদ। যদি কারও আইফোনে পুরানো iOS ভার্সন থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ তাতে কাজ করবে না। সংস্থা একটি নয়া সাপোর্ট আপডেট ঘোষণা করেছে। এর সঙ্গে, পুরনো iOS ভার্সনের আপডেট এই বছরের শেষের দিকে শেষ হবে। 
 

  • 2/6

হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে এটি iOS 10 এবং iOS 11-এর সাপোর্ট বন্ধ করতে চলেছে। তাই এটি ব্যবহার করতে হলে, ইউজারদের OS আপডেট করতে হবে। WABetaInfo-এর একটি রিপোর্ট অনুসারে, WhatsApp iOS 10 বা iOS 11 ইউজারদের এই বিষয়ে সতর্কও করেছে। 

  • 3/6

রিপোর্টে বলা হয়েছে 24 অক্টোবরের পর এই iOS-এ WhatsApp কাজ করবে না। সতর্কীকরণ বার্তায় আরও বলা হয়েছে যে ব্যবহারকারীদের সেটিংসে থেকে জেনারেল সেটিংসে গিয়ে সফ্টওয়্যার আপডেটে ক্লিক করে লেটেস্ট iOS ভার্সন আপডেট করা উচিত। 

  • 4/6

তবে বেশিরভাগ আইফোন iOS 10 বা iOS 11 সাপোর্ট করে না। আইফোন লাইনআপে, শুধুমাত্র iPhone 5 এবং iPhone 5c এই অপারেটিং ভার্সনগুলিতে কাজ করে। তাই যদি কেউ এই পুরানো ডিভাইস ব্যবহার করেন, তাহলে 24 অক্টোবরের পর আর সেটিতে WhatsApp ব্যবহার করতে পারবেন না। 

  • 5/6

বর্তমানে যাঁরা iPhone 5s বা iPhone 6 ব্যবহার করেন তাঁদের জন্য WhatsApp কাজ চালিয়ে যাবে। যখনই তাঁদের ডিভাইসে সাপোর্ট বন্ধ হবে, সংস্থার পক্ষ থেকে জানানো হবে। 

আরও পড়ুনবিনা পয়সায় সারা মাস খাওয়াদাওয়া সারলেন এই মহিলা, কীভাবে?

  • 6/6

Help Center পেজে সংস্থা লিখেছে যে, আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য iOS 12 বা তার ওপরের ভার্সন প্রয়োজন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য, Android 4.1 বা তার ওপরের ভার্সন হতে হবে। 

আরও পড়ুনস্বাস্থ্য রাখতে বেশি দুধ খেলেও বিপদ, কীরকম?

Advertisement
Advertisement