এয়ারটেল ২জি কাস্টমারদের জন্য জিরো এক্সট্রা কস্টের এই সুবিধা দিচ্ছে যাতে। যত গ্রাহক কম দামে ৪জি হ্যান্ডসেট নিতে পারেন।
এর জন্য এয়ারটেল আইডিএফসি ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে সমঝোতা করেছে। যেখানে গ্রাহক ৬৮০০ টাকার ফোন কিনতে পারবেন ৩২৫৯ টাকা ডাউনপেমেন্ট করে। এরপর মাসে 603 টাকা করে জমা দিতে হবে।
১০ মাসের মধ্যে বাকি টাকা মেটানোর সুযোগ থাকছে। গ্রাহককে মোট ৯২৮৯ টাকা দিতে হবে।
এই অফার ২৮ দিনের ডবল প্যাকের সঙ্গে আনা হচ্ছে। যেখানে ৪৯ টাকা দিয়ে দেড় জিবি ডেটা আর আনলিমিটেড কল করা যাবে। আর সেই হিসেবে ৩৩০ দিনের জন্য খরচা ২৯৩৫ টাকা। শেষ পর্যন্ত ডিভাইস নিয়ে এর মূল মোট দাম হচ্ছে ৯৭৩৫ টাকা। এয়ারটেল ৬০ দিনের জন্য এই অফারটা নিয়ে এসেছে
এয়ারটেল এই অফারটার নাম দিয়েছেন জিরো কস্ট। কারণ এই স্কিমে গ্রাহকদের থেকে যা টাকা নেওয়া হচ্ছে বাজারের থেকে কম। ফোন এবং অন্যান্য সুবিধা হিসেব করলে এই দামে কোথাও তা পাওয়া যাবে না।