Advertisement

এবার শিডিউল করে রাখা যাবে Google Message! পাঠাবেন সময় বুঝে

এখন থেকে Google-এও মেসেজ শিডিউল করে রাখা যাবে, আর পাঠানো যাবে সময় বুঝে। কারণ, শীঘ্রই মেসেজ শিডিউল করে রাখার নতুন ফিচার আনতে চলেছে টেক জায়ান্ট Google। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

এবার শিডিউল করে রাখা যাবে Google Message!
সুদীপ দে
  • কলকাতা,
  • 05 Dec 2020,
  • अपडेटेड 9:47 PM IST
  • এখন থেকে Google-এও মেসেজ শিডিউল করে রাখা যাবে, আর পাঠানো যাবে সময় বুঝে।
  • শীঘ্রই মেসেজ শিডিউল করে রাখার নতুন ফিচার আনতে চলেছে টেক জায়ান্ট Google।
  • আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের Google Messages ব্যবহারকারীরা শিডিউল মেসেজিং ফিচারের সুবিধা পাবেন।

এখন থেকে Google-এও মেসেজ শিডিউল করে রাখা যাবে, আর পাঠানো যাবে সময় বুঝে। কারণ, শীঘ্রই মেসেজ শিডিউল করে রাখার নতুন ফিচার আনতে চলেছে টেক জায়ান্ট Google।

Google মেসেজের আগে Gmail এবং Telegram এর মেসেজিং প্ল্যাটফর্মে এই বিশেষ পরিষেবা উপলব্ধ ছিল। এই বিশেষ পরিষেবার সাহায্যে সেভ করে রাখা কোনও মেসেজকে পূর্বনির্ধারিত কোনও সময়ে নির্দিষ্ট প্রাপকের কাছে পাঠাতে পারবেন ইউজার।

Netflix আজ রাত ১২টার পরে ফ্রি! কী ভাবে অ্যাকসেস করবেন? জানুন

জানা গিয়েছে, নভেম্বর মাসের শুরুতে কিছু নির্বাচিত ইউজারদের জন্য Google শিডিউল মেসেজিংয়ের ফিচারটি পরীক্ষামূলক ভাবে চালু করে। তবে এখন সংস্থা আরও ব্যাপক ভাবে এই শিডিউল মেসেজিংয়ের ফিচারটিকে সকলের জন্যই চালু করতে চলেছে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের Google Messages ব্যবহারকারীরা শিডিউল মেসেজিং ফিচারের সুবিধা পাবেন। বিশ্বের অন্যান্য দেশে এই পরিষেবাটি ঠিক কবে থেকে উপলব্ধ হবে, তা এখনও জানা যায়নি।

ডুয়াল সেলফি ক্যামেরা, 5G কানেক্টিভিটি-সহ ভারতে লঞ্চ হল Vivo V20 Pro!

শিডিউল মেসেজিংয়ের ফিচার উপলব্ধ হলে যে কোনও সেভ করে রাখা মেসেজ পূর্বনির্ধারিত কোনও তারিখ ও সময়ে নির্দিষ্ট প্রাপকের কাছে (বন্ধু, আত্মীয়-স্বজন, সহকর্মীর কাছে) পৌঁছে দেওয়া যাবে। এ ক্ষেত্রে শিডিউল মেসেজটি চ্যাটবক্সে দেখা যাবে। মেসেজ প্রি-ভিউ অপশনে ক্লিক করে এর টেক্স পরিবর্তন বা ডিলিট— সব কিছুই করা যেতে পারে।

দুর্দান্ত অফার BSNL-এর! মাত্র ৪৯ টাকার রিচার্জে মিলছে একঝাঁক সুবিধা

মেসেজের সেন্ড অপশনে দীর্ঘ সময় ধরে প্রেস করার পর শিডিউল ডায়লগটি ওপেন হওয়ার পর তাতে একটা MMS সাবজেক্ট লাইন যোগ করার কথা মাথায় আসতেই পারে। এর জন্য চ্যাটের ওপরের দিকের ডান কোণে থাকা তিনটি ডটে ওভারফ্লো মেনুতে গিয়ে, নতুন Show সাবজেক্ট ফিল্ড এন্ট্রি বাটনে ক্লিক করতে হবে।

Advertisement

এখনও পর্যন্ত লং-প্রেস শর্টকাট পদ্ধতির সাহায্যে এমএমএস পাঠানো যায়। নতুন আপডেট আসার পর চ্যাটের সেন্ড বাটনে লং-প্রেস করলে শর্টকাট হিসেবে শিডিউল মেসেজিংয়ের অপশন স্ক্রিনে ভেসে উঠবে। নতুন আপডেট না আসা পর্যন্ত Google মেসেজে এই বিশেষ ফিচার ব্যবহার করা সম্ভব নয়।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement