Advertisement

Geely Panda: এক চার্জে দৌড়বে ১৫০ কিমি, এসে গেল ৫ লাখি ইলেকট্রিক গাড়ি

Geely Panda: এক চার্জে দৌড়বে ১৫০ কিমি, এসে গেল ৫ লাখি ইলেকট্রিক গাড়ি। এরই মধ্যে চিনের বিখ্যাত বাহন নির্মাণ কোম্পানি গিলি নিজেদের ঘরোয়া বাজারে মিনি ইলেকট্রিক কার গিলি পান্ডা লঞ্চ করে দিয়েছে। আকারেও ছোট। দেখুন গাড়ির লুক ও ফিচার।

মিনি ইলেক্ট্রিক কার গিলি পান্ডা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Dec 2022,
  • अपडेटेड 6:20 PM IST
  • মাত্র ৫ লাখে ১৫০ কিমি রেঞ্জ
  • দুর্দান্ত মিনি ইলেকট্রিক কার লঞ্চ
  • যেমন দাম, তেমন স্টাইল

Geely Panda: পৃথিবী জুড়ে ইলেকট্রিক গাড়ির ডিমান্ড লাগাতার বাড়ছে। গাড়ি নির্মাতা কোম্পানিগুলি দ্রুত পেট্রোল-ডিজেলের পাশাপাশি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে চলেছে। তার যেমন চেহারা. তেমনই ইউটিলিটি। এরই মধ্যে চিনের বিখ্যাত বাহন নির্মাণ কোম্পানি গিলি নিজেদের ঘরোয়া বাজারে মিনি ইলেকট্রিক কার গিলি পান্ডা লঞ্চ করে দিয়েছে। অত্যন্ত আকর্ষণীয় লুকের এবং কিউট ডিজাইনের এই গাড়িটি লম্বায় মাত্র তিন মিটার। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এর মধ্যে চারজন লোক বসার ব্যবস্থা করা হয়েছে। চিনের বাজারে ছোট ইলেকট্রিক গাড়ির অত্যন্ত ভালো চাহিদা রয়েছে এই কারণে এই কোম্পানি নিজেদের নতুন পান্ডা পেশ করেছে।

জানিয়ে দেওয়া যাক যে গিলি অটো চিনের বাজারে অত্যন্ত পরিচিত একটি কোম্পানি এবং এটি ভলভো কার, লোটাস কার, লন্ডন ইলেক্ট্রিক ভেইকেল কোম্পানি এবং কিয়ানজিয়ান মোটরসাইকেল এর মতো দিকগজ ব্র্যান্ডের প্যারেন্ট কোম্পানি। শুরুতে খবর ছিল যে গিলি পান্ডা কোম্পানি জিওমেট্রি ব্র্যান্ডে নিজেদের এই নতুন গাড়িটি লঞ্চ করবে, কিন্তু শেষমেষ তারা প্যারেন্ট কোম্পানির ব্যানারেই গাড়িটি বাজারে এনেছে।

কেমন দেখতে গিলি পান্ডা?

মিডিয়া রিপোর্টের কথা বলতে গেলে এটি পান্ডার মত দেখতে একটি ব্ল্যাক-হোয়াইট এক্সেন্ট দিয়ে সাজানো হয়েছে। এতে সান রুফ, রাউন্ড হেডলাইট, দুটি দরজা, চার সিট দেওয়া হয়েছে। এই ছোট গাড়িটি লম্বা ৩৬৫ মিলিমিটার। যাতে আপনি সহজেই পার্ক করতে পারেন। এটি খুব সহজে ড্রাইভ করা যেতে পারে যানজট এলাকাতেও। লম্বায় এটি ভারতীয় বাজারে পেশ করা টাটা ন্যানোর থেকেও ছোট। যা লম্বায় ৩০৯৯ মিলিমিটার ছিল। এতে আপনি এই গাড়ির লম্বা সম্পর্কে একটা আন্দাজ করতে পারবেন। এই গাড়িটি দেখতে ছোট হলেও এর ফিচার দিতে কোম্পানি কোনরকম কার্পণ্য করেনি। এই গাড়িতে প্যানারমিক গ্লাস রুফ দেওয়া হয়েছে। কারের ফ্রন্ট এর নীচের দিকে ব্ল্যাক একসেন্ট দেওয়া হয়েছে, যা পান্ডার কানের মত দেখতে। সব মিলিয়ে ডিজাইনের মামলায় কোম্পানি এই গাড়িটিকে অত্যন্ত কিউট একটা লুক দিয়েছে।

Advertisement

পাওয়ার এবং পারফরমেন্স

পাওয়ার এবং পারফরমেন্সের কথা বলতে গেলে গিলি পান্ডা কোম্পানি ৩০ কিলোওয়াটের ক্ষমতার একটি ইলেকট্রিক মোটর এবং এলএফপি ব্যাটারি প্যাক দিয়েছে। যাতে চিনের কোম্পানি হাইটেক তৈরি করেছে। কোম্পানির দাবি যে এই গাড়িটি সিঙ্গেল চার্জে দেড়শ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এটি একটি সিটি কার হিসেবে ভালো। মনে করা হচ্ছে স্কুটার বা বাইকের মতো রোজকার জীবন যাপনের জন্য গাড়িটি ভাল কাজ করবে। এই গাড়িতে ৯.২ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৮ ইঞ্চির একটি অতিরিক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। যা সেন্টার কন্ট্রোল স্ক্রিনের হিসেবে পজিশন করা হয়েছে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি, ডেস্টিনেশন শেয়ারিং এর মত ফিচার্স দেওয়া হচ্ছে। আপনি অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে এই গাড়িটি এয়ার কন্ডিশন এবং একাধিক অন্য জিনিসের রিমোট কন্ট্রোল করতে পারবেন। মোবাইল ফোন থেকে কার লক এবং আনলকও করতে পারবেন।

গাড়ির দাম

গিলিপান্ডা দুটি ড্রাইভিং মোডে পাওয়া যাবে। এর মধ্যে স্পোর্ট এবং নর্মাল মোট রয়েছে। এর মোট ওজন ৭৯৭ কেজি এবং এর টপ স্পিড ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। বলা হয়েছে যে এর দাম ৪০ হাজার থেকে ৫০ হাজার ইউয়ান এর মধ্যেই হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি। যদিও কিছু মিডিয়া রিপোর্টে এর দাম ৫৭০০ ডলারও বলা হচ্ছে। যা প্রায় ৪ লক্ষ ৭২ হাজার টাকা সমান।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement