Advertisement

গাড়ি কেনার সুবর্ণ সুযোগ, ৬ লাখেরও কম দামে আসছে Electric Car

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদের কোম্পানি জেনসোল ইঞ্জিনিয়ারিং একটি কম খরচে বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থা EV-র বাজারে ধামাকাদার প্রবেশের জন্য একটি আমেরিকান স্টার্টআপ অধিগ্রহণের প্রস্তুতি নিয়েছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Jul 2022,
  • अपडेटेड 6:04 PM IST
  • ইলেকট্রিক গাড়ির দাম বেশি
  • তাই অনেকেই কিনতে পারেন না
  • এবার সস্তায় আসতে পারে ইলেকট্রিক কার

দেশে গাড়ির বাজার দ্রুত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদাও। তবে বেশি দামের কারণে কেউ কেউ ইচ্ছা থাকলেও সাধ পূরণ করতে পারেন না। কিন্তু এবার সেই বিষয়ে ক্রেতাদের জন্য এল সুখবর। কারণ শীঘ্রই ৬ লক্ষ টাকারও কম দামে দেশে আসতে চলেছ ইলেকট্রিক গাড়ি।

মার্কিন স্টার্টআপ অধিগ্রহণ করা হবে
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদের কোম্পানি জেনসোল ইঞ্জিনিয়ারিং একটি কম খরচে বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থা EV-র বাজারে ধামাকাদার প্রবেশের জন্য একটি আমেরিকান স্টার্টআপ অধিগ্রহণের প্রস্তুতি নিয়েছে।

ভারতে EV-র বড় বাজার
প্রতিবেদনে বলা হয়েছে ,এই স্টার্টআপটি বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জেনসোলকে প্রযুক্তিগত সহায়তা দেবে। সংস্থার ম্যানেজিং আনমোল সিং জাগ্গি জানান, ভারতে বিক্রি হওয়া গাড়ির ৪৬ শতাংশ হ্যাচব্যাক এবং ইভি হ্যাচব্যাকের মোট বাজারের পরিমান ৯ বিলিয়ন (৭০,৯৮৩ কোটি টাকা)। ২০৩০ সালের মধ্যে ভারতীয় ইভি সেক্টর ১০৫ শতাংশ বৃদ্ধির জন্য ২,০০,০০০ বার্ষিক বিক্রয়ের পরিমাণে পৌঁছাতে প্রস্তুত।

সংস্থার বড় বিনিয়োগ পরিকল্পনা
জাগ্গি বলেন, তাঁরা ওই মার্কিন ইভি স্টার্টআপে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছেন এবং সেটি ইতিবাচক ফলাফল দিতে পারে। তাঁরা ভারতে সাশ্রয়ী মূল্যে ইভির চাহিদা মেটাতে চান। তিনি আরও বলেন, ভারতীয় ইভি উৎপাদন শিল্পে একটি বড় পরিবর্তন প্রয়োজন। তাঁরা বিশ্বাস যে, দেশে ৫ থেকে ৬ লক্ষ টাকায় একটি বৈদ্যুতিক গাড়ি দরকার।

এটি সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি
এই মুহুর্তে ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে Tata Tigor সবচেয়ে সস্তা গাড়ি। এর দাম প্রায় ১২ লক্ষ টাকা। MG Motor India ১০-১২ লক্ষ টাকায় একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার কথা বলেছে। হুন্ডাই একটি সাশ্রয়ী মূল্যের ইভি চালু করার পরিকল্পনা করছে। এমতাবস্থায় এই সংস্থার দাবি কিছুটা অবাক করা, পাশাপাশি স্বস্তিরও বটে। যদি এটি সত্যি হয়, তাহলে যাঁরা ইলেকট্রিক গাড়ি কিনতে চান, তাঁরা মারুতি ওয়াগনআর-এর দামে দেশে একটি বৈদ্যুতিক গাড়ি বাড়িতে আনার সুযোগ পাবেন। তবে সেটি বাস্তবায়িত হতে অবশ্য এখনও সময় লাগবে।

Advertisement

আরও পড়ুনকোমর-পিঠের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? এই ৬ ঘরোয়া উপায়ে উপশম

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement