Advertisement

Tech tips : ভুল করে পাঠানো মেল কীভাবে ফেরত আনা যায়? জানুন

কোনও কোনও সময় ভুল ঠিকানায় মেল চলে যায়। অথবা, মেল পাঠিয়েও আমরা তা ফেরত চাই। জিমেইলের মধ্য়েই কিছু ফিচার রয়েছে। যেগুলি ব্যবহার করে আপনি পাঠানো মেসেজ ফেরত আনতে পারেন।

জিমেইল জিমেইল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Jul 2021,
  • अपडेटेड 5:32 PM IST
  • কোনও কোনও সময় ভুল ঠিকানায় মেল চলে যায়
  • অথবা, মেল পাঠিয়েও আমরা তা ফেরত চাই
  • জিমেইলের মধ্য়েই কিছু ফিচার রয়েছে, সেগুলিই আপনি পাঠানো মেসেজ ফেরত আনতে পারে

কোনও কোনও সময় ভুল ঠিকানায় মেল চলে যায়। অথবা, মেল পাঠিয়েও আমরা তা ফেরত চাই। জিমেইলের মধ্য়েই কিছু ফিচার রয়েছে। যেগুলি ব্যবহার করে আপনি পাঠানো মেসেজ ফেরত আনতে পারেন। 

কীভাবে

এই সেন্ড মেসেজটি ফেরত আনার জন্য কিছুটা সময় গুগল দেয়। সেন্ড মেসেজ আনডু করার জন্য একটি ফিচার চালু করে রাখতে হবে। আপনার জিমেল অ্যাকাউন্টের ডান দিকের গিয়ার আইকনে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে ল্যাবস অপশনে গিয়ে স্ক্রলডাউন করে আনডু সেন্ড খুঁজে এনাবল করে নিতে হবে। এরপর থেকে মেল পাঠানোর সময় হলুদ রঙের পপ আপ বারে আনডু করার অপশন দেখা যাবে। ভুলবশত কোনও মেসেজ সেন্ড করে ফেললেও দ্রুত ফেরত আনতে পারবেন সেই মেল।

আরও পড়ুন

 

একই ইমেল কীভাবে বারবার পাঠাবেন? 

কোনও কোনও ইমেল বারবার পাঠাতে হয় সেজন্য আপনাকে জিমেইলের ক্যানড রেসপন্স ফিচার-এ যেতে হবে। এটির জন্য গিয়ার আইকন থেকে সেটিংসের ল্যাবস সেকশনে ক্যানড রেসপন্স ফিচার পাওয়া যাবে। এটি এনাবল করেই একই মেইল বারবার টাইপ করার ঝামেলা মিটবে। 

শুধু এই দুটি ক্ষেত্রেই নয়। ইমেইল সংরক্ষণ করে রাখা, ইমেইলের অ্যাটাচমেন্ট খোঁজ করা ইত্য়াদির জন্য একাধিক ফিচার রয়েছে। যেমন, যাঁরা পুরোনো অ্যাটাচমেন্ট খুঁজতে চান তাঁরা সার্চবার থেকে has:attachment লিখে সার্চ করুন। ফাইল অ্যাটাচ করা আছে কেবল এমন মেলগুলোই আসবে সার্চ রেজাল্টে। কিছুটা হলেও সহজ হয়ে যাবে বিশেষ সেই মেইলের অনুসন্ধান।

Read more!
Advertisement
Advertisement