Advertisement

Wikipedia-র তথ্য ভুল-পক্ষপাতদুষ্ট? কড়া নোটিশ পাঠাল কেন্দ্র

পক্ষপাতিত্ব ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ফের কাঠগড়ায় উইকিপিডিয়া। চিঠি পাঠিয়ে বেশ কিছু অভিযোগের বিষয়ে জবাব চেয়েছে  ভারত সরকার। দাবি, উইকিপিডিয়ার কনটেন্ট নিরপেক্ষ নয়। এতে ভুল তথ্যও দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে কৈফিয়তও চাওয়া হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2024,
  • अपडेटेड 12:52 PM IST

পক্ষপাতিত্ব ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ফের কাঠগড়ায় উইকিপিডিয়া। চিঠি পাঠিয়ে বেশ কিছু অভিযোগের বিষয়ে জবাব চেয়েছে  ভারত সরকার। দাবি, উইকিপিডিয়ার কনটেন্ট নিরপেক্ষ নয়। এতে ভুল তথ্যও দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে কৈফিয়তও চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, উইকিপিডিয়াকে ‘মধ্যস্থতাকারী’ না বলে সরাসরি একটি ‘প্রকাশক’ হিসেবে বিবেচনা করা হবে না কেন? এর ব্যাখ্যা দিতে হবে উইকিপিডিয়াকে।

এডিটরদের ভূমিকা নিয়ে প্রশ্ন

চিঠিতে বলা হয়েছে, খুব অল্প কয়েকজন সম্পাদক মিলেই সমস্ত কনটেন্ট নিয়ন্ত্রণ করেন। এর ফলে কনটেন্ট নিরপেক্ষ থাকার সম্ভাবনা কমে যায়। সরকারের মতে, এই পরিস্থিতিতে তথ্যের মান নিয়েও প্রশ্ন উঠছে। এর থেকে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য পৌঁছাতে পারে। 

সরকার ও উইকিপিডিয়ার আনুষ্ঠানিক বিবৃতি চাওয়া হয়েছে

এই বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকার কিংবা উইকিপিডিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি। তবে এই চিঠি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

উইকিপিডিয়া 

উইকিপিডিয়া সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন প্ল্যাটফর্ম। এখানে বিশ্বের যে কেউ, যে কোনও তথ্য পেতে পারেন। একেবারে এনসাইক্লোপিডিয়া বইয়ের মতো। তবে, এই তথ্য কিছু নির্দিষ্ট সংখ্যক এডিটরই লিখে থাকেন। ফলে, এঁদের সবার পক্ষে বিশ্বের সমস্ত বিষয়ে সঠিক জ্ঞান, তথ্য না-ও থাকতে পারে। ফলে ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য থাকার সম্ভাবনা থেকে যায়। 

২০০১ সালে উইকিপিডিয়া চালু হয়। পরে, ২০০৩ সালে হিন্দি উইকিপিডিয়াও চালু হয়। প্রতিষ্ঠা করেছিলেন জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার। 

উল্লেখযোগ্য বিষয়টি হল, উইকিপিডিয়া বিশ্বের সবচেয়ে বেশি ট্রাফিক থাকা ওয়েবসাইটগুলির মধ্যে অন্য়তম। অথচ এতে আজও কোনও বিজ্ঞাপন চালান না প্রতিষ্ঠাতারা। অনুদানের ভরসায় চলেন। কারণ জ্ঞানের মাধ্যমকে তাঁরা ব্যবসায় পরিণত করতে চান না।

আদালতের নজরেও উইকিপিডিয়া

দিল্লি হাইকোর্টও কিছুদিন আগে উইকিপিডিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছিল। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এটি নিষিদ্ধও করা হতে পারে বলেও জানিয়েছিল। এএনআই-এর একটি মামলার শুনানি চলাকালীন এই সতর্কবার্তা দেয় আদালত। এএনআই দাবি করেছিল যে, তাদের উইকিপিডিয়া পেজে ভুল এবং অবমাননাকর তথ্য দেওয়া রয়েছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement