5G স্পেকট্রামের নিলাম শেষ হয়েছে। আর তারপর থেকে সবার মনে একটাই প্রশ্ন, কবে থেকে পাওয়া যাবে 5G পরিষেবা। Jio- Jio Infocomm-এর চেয়ারম্যান আকাশ আম্বানি ইঙ্গিত দিয়েছেন, ১৫ অগাস্ট থেকেই পরিষেবা চালু হতে পারে। আবার এয়ারটেলও জানিয়েছে অগাস্টের শেষদিকে তারা পরিষেবা দেবে। তবে এয়ারটেলকে টক্কর দিতে উঠেপড়ে লেগেছে Jio।
আকাশ আম্বানির কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে, ১০০০ শহরে তারা 5G পরিষেবা দেওয়ার জন্য তৈরি। যা দেখেশুনে অনেকেই মনে করছেন, 4G-র ক্ষেত্রে Jio যেভাবে বাজারে ছেয়ে গেছিল সেইভাবে 5G-র বাজারও তারা ধরতে চাইছে।
Jio-র পরিকল্পনা কী?
জানা যাচ্ছে, অল্প টাকায় গ্রাহকরা যাতে 5G পরিষেবা পান সেদিকে খেয়াল রেখে এগোচ্ছে এই কোম্পানি। 4G-র ক্ষেত্রেও এভাবেই শুরু করেছিল Jio। যদিও পরে প্ল্যানের দাম বাড়িয়ে দেয়।
সম্ভবত 5G-এর ক্ষেত্রেও একই কৌশল নিতে পারে আম্বানির কোম্পানি। এপ্রসঙ্গে বলে রাখা ভালো, স্পেকট্রাম নিলামের পর, Jio Infocomm-এর চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছিলেন, 'Jio বিশ্বমানের। সাশ্রয়ী মূল্যে 5G পরিষেবা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
অর্থাৎ এই থেকে অনুমান করা যায়, Jio 5G নিয়ে আক্রমনাত্মক পরিকল্পনা করছে। অন্য সব টেলিকম সংস্থাকে টেক্কা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
5G-র স্পিড কেমন হবে?
তাৎপর্যপূর্ণ বিষয় হল, Jio তার ট্যারিফ প্ল্যানের দাম ২০% বাড়িয়েছিল। অর্থাৎ এই কোম্পানি তাদের গড় আয়কে ঠিক রেখে ইউজারদের অনেক সুবিধা দিয়েছে। টেলিকমিউনিকেশন কর্তাদের মতে, 5G চালু হলে কন্টেন্ট ডাউনলোডের স্পিড 4G এর চেয়ে ১০ গুণ দ্রুত হবে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আপাতত ১২ থেকে ২৪ মাসের একটা বাজেট করে চলবে Jio। লক্ষ্য থাকবে, এই সময়ের মধ্যে ইউনিট প্রতি সব থেকে কম ৫০ টাকা ও সব থেকে বেশি ২২৫ থেকে ২৫০ টাকা রাজস্ব আদায় করা। তবে সুখবর হল, 4G-র থেকে 5G-র পরিষেবা পেতে খরচ খুব বেশি হবে না। বরং সামান্য বেশি খরচেই আপনি পাবেন ভালো স্পিড। টেলিকম সংস্থাগুলোর দাবি, 5G চালু হলে কল ড্রপের সমস্য়া কমবে। বাড়বে ভয়েস কলের কোয়ালিটিও।