Advertisement

Jio, Airtel এবং Vi-এর কানেকশন রাখার খরচ কত? জানুন মিনিমাম রিচার্জের দাম

Jio, Airtel এবং Vi তাদের রিচার্জ প্ল্যান বদলে দিয়েছে। এর ফলে রিচার্জ প্ল্যানগুলির দাম অনেক বেড়ে গিয়েছে। তিন কোম্পানিই স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী সমস্ত প্ল্যানই সংশোধন করেছে। তবে এবার আপনার সিম সক্রিয় রাখতে আপনাকে আরও বেশি টাকা খরচ করতে হবে।

recharge plan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2024,
  • अपडेटेड 4:20 PM IST

Jio, Airtel এবং Vi তাদের রিচার্জ প্ল্যান বদলে দিয়েছে। এর ফলে রিচার্জ প্ল্যানগুলির দাম অনেক বেড়ে গিয়েছে। তিন কোম্পানিই স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী সমস্ত প্ল্যানই সংশোধন করেছে। তবে এবার আপনার সিম সক্রিয় রাখতে আপনাকে আরও বেশি টাকা খরচ করতে হবে।

বেড়েছে ন্যূনতম রিচার্জের খরচও
কয়েক বছর আগে পর্যন্ত, কোম্পানিগুলি ন্যূনতম রিচার্জ প্ল্যান কম ছিল। আসলে এখন অনেক ক্ষেত্রেই দুই বা তার বেশি সিম থাকে অনেকের ক্ষেত্রেই। তার মধ্যে একটি সিম কল করার জন্য ব্যবহার করেন আর একটা এমনিতেই থাকে। তবে তা সক্রিয় রাখতে চাইলে এবার বেশি টাকা দিতে হবে। 

Jio-এর ন্যূনতম রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এখন আপনাকে সিম সক্রিয় রাখতে ১৪৯ টাকা পর্যন্ত খরচ করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS এর সুবিধা পাবেন। এছাড়াও, গ্রাহকরা Jio Cloud, Jio Cinema এবং Jio TV-তে অ্যাক্সেস পাবেন। রিলায়েন্স জিওর এই প্ল্যানটি ১৪ দিন বৈধ থাকবে।

Vi-এর সর্বনিম্ন রিচার্জ প্ল্যান
Vodafone Idea অর্থাৎ VI তার প্ল্যানের দামও বাড়িয়েছে। কোম্পানি এখনও ৯৯ টাকা মূল্যে সর্বনিম্ন প্ল্যান রেখেছে। এই প্ল্যান নিলে ব্যবহারকারীরা ১৫ দিনের বৈধতা পাবেন সঙ্গে ৯৯ টাকার টকটাইম এবং ২০০MB ডেটা পাচ্ছেন। 

এয়ারটেল ন্যূনতম রিচার্জ প্ল্যান
Airtel তার ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। Airtel ব্যবহারকারীদের এখন তাদের সিম কার্ড সক্রিয় রাখতে ১৯৯ টাকা রিচার্জ করতে হবে। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি SMS পাবেন।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement