Advertisement

Recharge Plan: Jio, Airtel এবং Vi রিচার্জের খরচ বাড়িয়েছে, এখনও সস্তা রিচার্জ দিচ্ছে এই কোম্পানি

দাম বেড়ে গিয়েছে Jio, Airtel এবং Vi-এর রিচার্জ প্ল্যানের। এই তিনটি বেসরকারি টেলিকম কোম্পানিই তাদের প্রিপেইড এবং পোস্টপেইড দুই প্ল্যানেই বদল এনেছে। এর ফলে ব্যবহারকারীদের মোবাইল ফোনের বিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেই পাব্লিক সেক্টর কোম্পানি BSNL তাদের রিচার্জ প্ল্যান একই রেখেছে। ফলে নতুন করে BSNL-এর প্রতি আস্থা বাড়ছে সাধারণ মানুষের।

মোবাইল প্ল্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2024,
  • अपडेटेड 4:49 PM IST

দাম বেড়ে গিয়েছে Jio, Airtel এবং Vi-এর রিচার্জ প্ল্যানের। এই তিনটি বেসরকারি টেলিকম কোম্পানিই তাদের প্রিপেইড এবং পোস্টপেইড দুই প্ল্যানেই বদল এনেছে। এর ফলে ব্যবহারকারীদের মোবাইল ফোনের বিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেই পাব্লিক সেক্টর কোম্পানি BSNL তাদের রিচার্জ প্ল্যান একই রেখেছে। ফলে নতুন করে BSNL-এর প্রতি আস্থা বাড়ছে সাধারণ মানুষের।

BSNL এখনও অবধি পুরানো দামে তাদের রিচার্জ প্ল্যান অফার করছে। ট্যারিফ বাড়ায়নি তারা। BSNL-এর সস্তা প্ল্যানের তালিকা আপডেট করা হয়েছে। আপনি যদি কম দামে আরও বৈধতা সহ একটি প্ল্যান চান, তাহলে আপনি BSNL-এর ১০৭ টাকার প্ল্যান ব্যবহার করে দেখতে পারেন। এই প্ল্যানে ৩৫ দিনের বৈধতা রয়েছে। এতে গ্রাহকরা ৩GB ডেটা এবং ২০০ মিনিট ফ্রি ভয়েস কল পাবেন।

এর পরে আপনি ১৪৭ টাকার একটি প্ল্যান নেন, তা হলে গ্রাহকরা ৩০ দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানে ১০GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং রয়েছে। এ ছাড়াও, এই কোম্পানি ১৫৩ টাকার একটি প্ল্যান অফার করে, যা ২৬ দিনের বৈধতা দেবে।

এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সহ ২৬GB ডেটা এবং দৈনিক ১০০টি করে SMS পাবেন। কোম্পানি ২৯৮ টাকার একটি প্ল্যান রয়েছে, যাতে ব্যবহারকারীরা দৈনিক ১GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি SMS পান। এই প্ল্যানটি ৫২ দিনের বৈধ থাকে।

কী কী বার্ষিক প্ল্যান রয়েছে BSNL-এর 
আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান, তাহলে আপনি BSNL-এর বার্ষিক প্ল্যানও নিতে পারেন। BSNL ৩৬৫ দিনের এই প্ল্যানে ৬০০GB ডেটা সহ ১৯৯৯ টাকায় আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি করে SMS অফার করে। পাশাপাশি ১১৯৮ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ৩৬৫ দিনের জন্য ৩৬GB ডেটা এবং ৩০০ মিনিট কলিং পাবেন। ফলে কম পয়সায় ভাল লাভ দিচ্ছে BSNL। অনেকেই তাই পোর্ট করে এই সস্তার প্ল্যান নেওয়ার কথা ভাবছেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement