Advertisement

Jio Bharat 4G: ৯৯৯ টাকায় Jio Bharat 4G ফোন, কী কী ফিচার-কোথায় পাবেন?

Jio Bharat 4G: রিলায়েন্স জিও সম্প্রতি তার ইউজারদের জন্য Jio Bharat 4G লঞ্চ করেছে। Jio Bharat 4G-এর প্রথম সেল আজ শুরু হয়েছে। অনলাইনে কোম্পানির এই সস্তার প্রিমিয়াম ফিচারফোন কেনা যাবে। ফোনটির দাম ৯৯৯ টাকা।

রিলায়েন্স জিও সম্প্রতি তার ইউজারদের জন্য Jio Bharat 4G লঞ্চ করেছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2023,
  • अपडेटेड 5:27 PM IST
  • রিলায়েন্স জিও সম্প্রতি তার ইউজারদের জন্য Jio Bharat 4G লঞ্চ করেছে।
  • Jio Bharat 4G-এর প্রথম সেল আজ শুরু হয়েছে।
  • অনলাইনে কোম্পানির এই সস্তার প্রিমিয়াম ফিচারফোন কেনা যাবে। ফোনটির দাম ৯৯৯ টাকা।

Jio Bharat 4G: রিলায়েন্স জিও সম্প্রতি তার ইউজারদের জন্য Jio Bharat 4G লঞ্চ করেছে। Jio Bharat 4G-এর প্রথম সেল আজ শুরু হয়েছে। অনলাইনে কোম্পানির এই সস্তার প্রিমিয়াম ফিচারফোন কেনা যাবে। Jio-এর এই প্রিমিয়াম ফিচারফোন Jio Bharat 4G জুলাই মাসে লঞ্চ করেছে।

Jio Bharat 4G কেনা যাবে অনলাইন ই-কমার্স ওয়েবসাইট Amazon থেকে। এছাড়াও আপনি Jio Mart থেকে এই Jio Bharat 4G প্রিমিয়াম ফিচারফোনটি কিনতে পারেন। ফোনটির দাম ৯৯৯ টাকা।

Jio Bharat 4G ফোনের স্পেসিফিকেশন:
•    Jio Bharat 4G ফোনের পিছনে কার্বন লোগো পাওয়া যায়।
•    Jio Bharat 4G ফোনটি কালো এবং লাল রঙে লঞ্চ করা হয়েছে।
•    ফোনটির পেছনে ক্যামেরা এবং টর্চ রয়েছে।
•    Jio Bharat 4G ফোনে JioCinema-এর সুবিধাও নিতে পারেন।
•    ফোনটিতে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
•    রিলায়েন্স ফোনে ১২৮ GB পর্যন্ত এক্সটার্নাল মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।
•    ফোনটিতে একটি ০.৩-মেগাপিক্সেল (VGA) সেন্সর রয়েছে।
•    ফোনটিতে রয়েছে ১,০০০ mAh ব্যাটারি।

Jio Bharat 4G ফোনে অনেক প্রিমিয়াম ফিচার রয়েছে। এতে HD কলিংয়ের পাশাপাশি অনলাইন পেমেন্টের বিকল্পও রয়েছে। এই ফিচার ফোনে আপনি UPI পেমেন্টের অপশন পাবেন। শুধু পেমেন্ট নয়, আপনি এতে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সুবিধাও পেয়ে যাবেন। আপনি Jio Bharat 4G ফোনে Jio সিনেমাও উপভোগ করতে পারবেন। এই ফোনে মোট ২৩টি ভারতীয় ভাষা ব্যবহার করা যাবে।

রিলায়েন্সের ৪৬তম এজিএম-এ (RIL 46th AGM 2023) জিও-এর চেয়ারম্যান আকাশ আম্বানি জোর দিয়ে বলেন যে, JioBharat ডিজিটাল স্বাধীনতা অর্জনের একটি পথ হিসাবে কাজ করে, বিশেষ করে যাদের স্মার্টফোন নেই তাদের জন্য। আকাশ আম্বানি উল্লেখ করেছেন যে, 2G ফিচার ফোনের দামে Jio Bharat ফোনে 4G গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। প্রতি মাসে ১২৩ টাকার প্ল্যানে সীমাহীন ভয়েস কল এবং ১৪ জিবি 4G গতির ইন্টারনেট ডেটা পাওয়া যায়, যার খরচ অন্যান্য অফারগুলির তুলনায় ৩০ শতাংশ কম৷

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement