ভারতীয় টেলিকম বাজারে এখন সবচেয়ে বেশি গ্রাহক Jio-রই। অনেকেই Jio-র নতুন এবং সস্তার রিচার্জ প্ল্যান খোঁজেন। এবার ১৮৯ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে জিও। যাঁরা কম খরচে সীমিত ব্যবহারের জন্য রিচার্জ করতে চান, তাঁদের জন্য এই প্ল্যান আদর্শ। আসুন জেনে নিই এই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
এই প্ল্যান তাঁদের জন্য আদর্শ যাঁরা কম ডেটা ব্যবহার করেন কিন্তু বেশি কলিংয়ের প্রয়োজন হয়। এছাড়াও, যাঁরা সেকেন্ডারি সিম হিসেবে জিও ব্যবহার করেন বা সাময়িক প্রয়োজনের জন্য রিচার্জ করতে চান, তাঁদের জন্য এই প্ল্যানটি সেরা।
উল্লেখ্য, এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা নেই। ৫জি ডেটা পেতে হলে আরও বেশি টাকা দিয়ে ডেইলি ডেটা প্ল্যানে রিচার্জ করতে হবে।
জিও-র অফিশিয়াল ওয়েবসাইট, MyJio অ্যাপ, এবং অন্যান্য থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যানে রিচার্জ করা যাবে।