মোবাইল নম্বর পোর্টের ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনল টেলিকম নিয়ামক সংস্থা TRAI। আজ অর্থাত্ ১ জুলাই থেকেই SIM কার্ড বদলের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে। এই নতুন নিয়মে, ফোন নম্বর, SIM কার্ড ব্যবহার করে জালিয়াতি বা নানা আর্থিক দুর্নীতি করায় লাগাম দেওয়া যাবে বলে মনে করছে কেন্দ্র।
আজ থেকেই কার্যকর নতুন নিয়ম
TRAI-এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টাবিলিটি আইনের নতুন সংশোধনী ১ জুলাই থেকেই কার্যকর করা হচ্ছে। যার নির্যাস, SIM কার্ড পরিবর্তন বা নতুন সিম কার্ড সোয়াপের ক্ষেত্রে নিয়ম বদলে গেল।
নতুন SIM কার্ড পেতে ৭ দিন অপেক্ষা করতে হবে
TRAI-এর নতুন নিয়ম বলছে, এবার আর সিম কার্ড বদলের ৭ দিনের মধ্যে ইউনিক পোর্টিং কোড কার্যকর হবে না। অর্থাত্ SIM কার্ড বদলের সঙ্গে সঙ্গেই বর্তমান মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সংস্থা থেকে বরিয়ে আসত পারবেন না কোনও ইউজার। এই ৭ দিনের মধ্যে যদি কারও সিম কার্ড হারিয়ে যায়, তাহলেও আগের নেটওয়ার্কেই থাকতে হবে। নতুন নেটওয়ার্কে নয়।
কেন নিয়মে এই ধরনের বদল আনা হল?
মূলত, SIM কার্ড নিয়ে নানা ধরনের জালিয়াতি রুখতে এই ধরনের পদক্ষেপ করা হল বলে জানিয়েছে TRAI। দেখা গিয়েছে, সিম কার্ড বদল বা সোয়াপের মাধ্যমে নম্বর হ্যাক করে ইউজারের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে জালিয়াতরা।
অর্থাত্ আজ থেকে সিম কার্ড বদলাতে হলে, হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে বা মোবাইল নম্বর পোর্ট করতে হলে সঙ্গে সঙ্গে নতুন সিম কার্ড নেওয়া যাবে না। এ ক্ষেত্রে লকিং পিরিয়ড বাড়ছে। নতুন নেটওয়ার্ক সংস্থায় শিফট করলে বা নতুন সিম নিতে ৭ দিন অপেক্ষা করতে হবে।