Advertisement

নয়া 5G ফোন লঞ্চ Oppo-র, মিলবে ২ রঙে, দাম জানেন?

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 বেসড ColorOS 11-তে চলে। আর এতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। তাছাড়াও রয়েছে 4GB RAM, কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসার ও 64GB ইন্টারনাল মেমরি। তবে কার্ডের মাধ্যমে এর মেমরিকে বাড়ানো যাবে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Nov 2021,
  • अपडेटेड 9:00 PM IST
  • Oppo আনল নতুন স্মার্টফোন
  • কালো ও সবুজ রঙে মিলবে ফোনটি
  • জেনে নিন দাম ও সমস্ত স্পেসিফিকেশান

লঞ্চ করা হল Oppo A55s 5G। এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 480 প্রসেসার এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। নতুন এই 5জি ফোনে রয়েছে 4,000mAh ব্যাটারি। জাপানে এটিকে ২টি রঙের অপশানে নিয়ে আসা হয়েছে। সেগুলি হল সবুজ ও কালো। সিঙ্গল 4GB + 64GB ভ্যারিয়ান্টে Oppo A55s 5G-র দাম JPY ৩২,৮০০ (প্রায় ২১,২০০ টাকা)। ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এর বিক্রি। 

Oppo A55s 5G-র স্পেসিফিকেশান
এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 বেসড ColorOS 11-তে চলে। আর এতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। তাছাড়াও রয়েছে 4GB RAM, কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসার ও 64GB ইন্টারনাল মেমরি। তবে কার্ডের মাধ্যমে এর মেমরিকে বাড়ানো যাবে। 

ছবি তোলার জন্যএখানে পাচ্ছেন, 13MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেনসার। তাছাড়া সেলফির জন্য রয়েছে 8MP ক্যামেরা। এরসঙ্গেই ফোনটিতে গ্রাহক পাবেন Wi-Fi 802.11 ac, ব্লুটুথ v5, USB টাইপ-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement