OnePlus Nord CE 3: OnePlus একসময়ে প্রিমিয়াম ফোন হিসাবেই ধরা হত। কিন্তু ক্রেতাদের চাহিদা মেনে এখন কম বাজেটেও একের পর এক ফোন আনছে তারা। সম্প্রতি Nord 3 5G লঞ্চ করেছে ওয়ানপ্লাস। OnePlus Nord, OnePlus Nord 2-এর র OnePlus Nord CE 3 এসেছে বাজারে। দামে কম হলেও স্পেসিফিকেশনের দিক দিয়ে এই ফোন কোনও অংশে কম নয়। তাই নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে এটি উইশলিস্টে রাখতেই পারেন। এই ফোনে 6.74 ইঞ্চি 120Hz AMOLED স্ক্রিন পাবেন। OnePlus Nord 3 5G-এর ডিজাইন ও ফিনিশ বেশ প্রিমিয়াম। ফোনের স্ক্রিন-টু-বডি অনুপাত 93.5%। এবং সাইড বেজেল মাত্র 1.46 মিমি। অর্থাত্ একেবারে বড় স্ক্রিনের, কম বেজেলের ফোন চাইলে এটি আপনার জন্য সেরা অপশন হতে পারে।
ফোনের প্রসেসরও মন্দ নয়। MediaTek Dimensity 9000 চিপসেট রয়েছে। 16GB পর্যন্ত LPDDR5X RAM রয়েছে। সাধারণভাবে হিসাব বলছে OnePlus Nord 2T 5G-র তুলনায় এটির CPU পারফরম্যান্স 42.9% বেশি ভাল। OnePlus Nord 3 5G-র ব্যাটারিও বেশ ভাল। 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। ফলে সাধারণ ব্যবহারে সারাদিনই চার্জ থাকবে। OnePlus Nord 2T-র থেকে এতে 10%-এরও বেশি সময় ধরে ব্যাটারি থাকবে। এতে 80W SUPERVOOC চার্জিং এবং OnePlus-এর ব্যাটারি হেলথ ইঞ্জিন প্রযুক্তি রয়েছে। OnePlus Nord 3 5G-এর ব্যাটারি ১,৬০০ বার পর্যন্ত চার্জ করা যাবে। ব্যাটারির স্বাস্থ্যে সেভাবে প্রভাব পড়বে না। এমনই দাবি সংস্থার।
ক্যামেরা
OnePlus Nord 3 5G-এর ক্যামেরা বেশ ভাল। কেন? কারণ আরও দামি ফোন, OnePlus 11 5G-তে যে ক্যামেরা রয়েছে, সেটিই রয়েছে এই ফোনে। 50 মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর পাবেন। তাছাড়া OnePlus-এর নিজস্ব অ্যালগরিদম দিয়ে ছবি প্রসেসিং হয়। সেই কারণে ঝকঝকে ছবির জন্য এই ফোন বেশ ভাল।
OnePlus Nord 3 5G-তে OxygenOS 13.1 রয়েছে। অর্থাত্ OnePlus-এর অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সান পেয়ে যাবেন। OxygenOS 12-এর তুলনায় এতে 15% দ্রুত অ্যাপ ইনস্টল হবে।
OnePlus Nord 3 5G: দাম, অফার
OnePlus Nord 3 5G-র দাম ৩৩,৯৯৯ টাকা থেকে শুরু। আগামী ১৫ জুলাই থেকে এর সেল শুরু হচ্ছে। এখনও পর্যন্ত এটিই OnePlus-এর Nord সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন। মিস্টি গ্রিন বা টেম্পেস্ট গ্রে রঙে পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, OnePlus Nord 3 এসে যাওয়ায় OnePlus Nord 2-এর দাম কমতে পারে৷ OnePlus Nord 2 ভারতে লঞ্চের সময়ে দাম ছিল ২৭,৯৯৯ টাকা(6GB + 128GB)। এটি শীঘ্রই কিছুটা কমতে পারে। ফলে OnePlus Nord 2 কেনার পরিকল্পনা থাকলে আরও কয়েকদিন অপেক্ষা করে যেতে পারেন।