Advertisement

Realme c33 Price : ভারতে লঞ্চ হল Realme c33, দুর্দান্ত ফিচার, দাম ১০ হাজারের মধ্যে

Realme C33  দু'ধরনের ভেরিয়্যান্টে নিয়ে আসা হয়েছে। একটি 3GB ব়্যাম ও 32GB ইন্টারনাল মেমরি, যার দাম 8,999 টাকা। আর 4GB ব়্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়্যান্টের দাম করা হয়েছে 9,999 টাকা। Aqua Blue, Night Sea এবং Sandy Gold, এই তিনটি রঙে আনা হয়েছে ফোনটি। আগামী 12 সেপ্টেম্বর দুপুর বারোটায় Flipkart-এ এটির বিক্রি শুরু হবে। 

 Realme C33 Realme C33
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Sep 2022,
  • अपडेटेड 2:33 PM IST
  • বাজারে এল রিয়েলমি-র নয়া স্মার্টফোন
  • জেনে নিন দাম
  • রইলো ফিচারের ডিটেইলসও

ভারতে নিজেদের বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করলো Realme। নতুন এই হ্যান্ডসেটের নাম Realme C33। এতে রয়েছে 50MP ক্যামেরা 5000mAh ব্যাটারি। এছাড়াও এতে রয়েছে MediaTek Helio G99 চিপসেট এবং 4GB ব়্যাম। এটি ফ্লিপকার্টে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। 

দাম কত?
Realme C33  দু'ধরনের ভেরিয়্যান্টে নিয়ে আসা হয়েছে। একটি 3GB ব়্যাম ও 32GB ইন্টারনাল মেমরি, যার দাম 8,999 টাকা। আর 4GB ব়্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়্যান্টের দাম করা হয়েছে 9,999 টাকা। Aqua Blue, Night Sea এবং Sandy Gold, এই তিনটি রঙে আনা হয়েছে ফোনটি। আগামী 12 সেপ্টেম্বর দুপুর বারোটায় Flipkart-এ এটির বিক্রি শুরু হবে। 

রিয়েলমি স্মার্টফোন

আরও পড়ুনএই গ্রামের অধিকাংশ মানুষই 'যৌন অপরাধী'

আরও পড়ুন

স্পেসিফিকেশন
Realme C33-তে রয়েছে 6.5 ইঞ্চির HD+ স্ক্রিন। এতে 4GB পর্যন্ত ব়্যাম ও 64GB পর্যন্ত স্টোরেজ রয়েছে, এবং সেটি 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। হ্যান্ডসেটটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। ছবি তোলার জন্য রয়েছে  50MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 5 MP ক্যামেরা। 

রিয়েলমি স্মার্টফোন

স্মার্টফোনটিকে 5000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট-সহ লঞ্চ করা হয়েছে। এর ওজন 187 গ্রাম। কানেক্টিভিটির জন্য ফোনে রয়েছে 4G, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth, GPS এবং USB Type-C।

 

Read more!
Advertisement
Advertisement