Advertisement

লঞ্চ হল Realme C35, ৫০MP ক্যামেরা-৫০০০mAh ব্যাটারি, দাম কত?

ফোনটিতে রয়েছে 6.6-inch Full-HD+ স্ক্রিন। এর প্রসেসার অক্টাকোর 2.0GHz Unisoc T616। এই হ্যান্ডসেটটি 4GB RAM + 64GB ও 6GB RAM + 128GB ভ্যারিয়ান্টে আনা হয়েছে। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ান যাবে।

Realme C35Realme C35
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Feb 2022,
  • अपडेटेड 7:29 PM IST
  • থাইল্যান্ডে লঞ্চ হল ফোনটি
  • ভারতীয় মুদ্রায় দাম প্রায় 13,300 টাকা
  • মিলছে ২টি রঙে

লঞ্চ হয়েছে Realme C35 স্মার্টফোন। এই হ্যান্ডসেটে ভাল স্পেসিফিকেশানের সঙ্গে নতুন ডিজাইনও পাবেন ক্রেতারা। এর আগে  Realme GT 2 সিরিজেও এমনটা দেখা গিয়েছিল। 

এই স্মার্টফোনে রয়েছে বড় ক্যামেরা কাটআউড, যা এর লুক আরও সুন্দর করে তুলেছে। তবে এটি এখনই ভারতীয় বাজারে পাওয়া যাচ্ছে না। সংস্থা এটি থাইল্যান্ডে লঞ্চ করেছে। ভারতীয় বাজারে ফোনটি কবে আসবে, তা এখনও জানা যায়নি। Realme C35-এর বেস ভ্যারিয়ান্টটির দাম THB 5799, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 13,300 টাকা। Glowing Green এবং Glowing Black, এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। 

স্পেসিফিকেশান
ফোনটিতে রয়েছে 6.6-inch Full-HD+ স্ক্রিন। এর প্রসেসার অক্টাকোর 2.0GHz Unisoc T616। এই হ্যান্ডসেটটি 4GB RAM + 64GB ও 6GB RAM + 128GB ভ্যারিয়ান্টে আনা হয়েছে। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ান যাবে। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ, যার মেন লেন্স 50MP। তাছাড়াও রয়েছে, একটি ম্যাক্রো ও একটি পোর্ট্রেট লেন্স। 

আরও পড়ুন

অন্যদিকে ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। এটির ব্যাটারি 5000mAh, যার চার্জিং সাপোর্ট 18W। এছাড়া রয়েছে 3.5mm অডিও জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওজন প্রায় 189 গ্রাম। 


 

Read more!
Advertisement
Advertisement