Advertisement

পুজোর আগেই 5G ফোন বাজারে আনছে রিয়েলমি, জেনে নিন Q2 সিরিজের বিশেষ ফিচারগুলি

গত বছরই চিনা সংস্থা রিয়েলমি তাদের Q সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল ভারতে । এবার Q সিরিজের নতুন আরও একটি ফোন আনার পরিকল্পনা নিয়েছে এই মোবাইল প্রস্তুতকারী সংস্থাটি।

রিয়েলমি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2020,
  • अपडेटेड 7:23 PM IST
  • গতবছর বাজারে এসেছিল Q সিরিজের প্রথম ফোন
  • এবার Q সিরিজের দ্বিতীয় ফোন বাজারে আনছে রিয়েলমি
  • আগামী ১৩ অক্টোবর এই ফোন লঞ্চ হতে চলেছে

সামনেই উৎসবের মরশুম। আর ২ সপ্তাহও সময় নেই দুর্গাপুজো আসতে। করোনা আবহে এবার পরিস্থিতি অন্যরকম হলেও অনেকেই এই সময় ফোন বদলানোর কথা ভেবে থাকেন। আর তাদের কথা ভেবেই Q2 সিরিজের আধুনিক স্মার্টফোন এবার  বাজারে নিয়ে আসতে চলেছে রিয়েলমি। আগামী ১৩ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে রিয়েলমি Q সিরিজের দ্বিতীয় স্মার্টফোনের বুকিং।

গত বছরই চিনা সংস্থা রিয়েলমি তাদের Q সিরিজের প্রথম  স্মার্টফোন লঞ্চ করেছিল ভারতে । এবার Q সিরিজের নতুন আরও একটি ফোন আনার পরিকল্পনা নিয়েছে এই মোবাইল প্রস্তুতকারী সংস্থাটি। 

 গত সপ্তাহেই রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট জানিয়েছিলেন,  তারা শীঘ্রই Realme UI 2.0 ইন্টারফেসের সাথে Q সিরিজের নতুন ফোন বাজারে আনবে।  জানা য়াচ্ছে Realme Q সিরিজের এই ফোন ১৩ অক্টোবর লঞ্চ হবে। ফোনটির নাম হবে  Realme Q2।

Q2 সিরিজের দুটি স্মার্টফোনের নাম হবে যথাক্রমে Q2 এবং  Q2 Pro। যদিও এর বিশেষত্ব নিয়ে এখনও মুখ খোলেনি মোবাইল প্রস্তুতকারী জনপ্রিয় এই চিনা সংস্থাটি। তবে জানা যাচ্ছে  Realme Q সিরিজের এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে। পাশাপাশি পাঞ্চ হোল ডিজাইনের সাথে এই ফোনে থাকবে OLED স্ক্রিন। এছাড়াও রিয়েলমি কিউ ফোনে পাওয়া যাবে ৬৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জার সাপোর্ট। ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বাজারে আসছে।

 গত সপ্তাহে চিনের সার্টিফিকেশন সাইটে রিয়েলমির দুটি স্মার্টফোন কে দেখা গিয়েছিল, যাদের মডেল নম্বর ছিল RMX2117 এবং RMX2173। এর মধ্যে RMX2173 মডেল নম্বরের ফোনটিকে রিয়েলমি কিউ সিরিজের নতুন ফোন হিসাবে বাজারে আনা হবে বলে ধারনা করা হচ্ছে। সার্টিফিকেশন সাইটে ফোনটির কিছু স্পেসিফিকেশনও উল্লেখ করা হয়েছিল। 

Realme Q2 এর স্পেসিফিকেশন

Advertisement

 কোম্পানির তরফে Realme Q2 এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছুই জানানো হয়নি। তবে চিনের সার্টিফিকেশন সাইটে ফোনটির কিছু স্পেসিফিকেশন উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী  রিয়েলমি  Q2 ফোনে ৬.৪৩ ইঞ্চি S-AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের রেজুলেশন হবে ফুল এইচডি প্লাস এবং আসপেক্ট রেশিও হবে ২০:৯। এতে থাকবে ২.৪ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম। সঙ্গে  ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই ২.০ সিস্টেমে চলবে।

সেলিফি এবং  ফটোগ্রাফির ক্ষেত্রেও এই ফোন অনবদ্য। Q2ফোনে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল, এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ফোনটির দাম কত হতে পারে তা এখনও সংস্থার তরফে স্পষ্ট করে জানান হয়নি।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement