Advertisement

৫০MP ক্যামেরা-৬০০০mAh ব্যাটারি! Redmi 10-এর শুরুতেই বিরাট ছাড়, দাম?

ফোনটির দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিান্টের এই দাম। আর  6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়ান্টের দাম 12,999 টাকা। আজ থেকে ফোনটির সেল শুরু।

Redmi 10
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Mar 2022,
  • अपडेटेड 9:49 AM IST
  • Redmi 10-এর সেল শুরু আজ থেকে
  • প্রথম সেলেই রয়েছে ছাড়
  • জেনে নিন স্পেসিফিকেশান

গত সপ্তাহেই লঞ্চ হয়েছে Redmi 10। আজ ২৪ মার্চ ভারতে প্রথম সেল এই স্মার্টফোনের। প্রথম সেলেই ফোনটিতে দেওয়া হচ্ছে 1000 টাকার ডিসকাউন্ট। এতে রয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসার। বাজারে C35, Tecno Spark 8 Pro, Samsung Galaxy M21 2021 সমার্টফোনগুলির  সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়বে ফোনটি। চলুন জেনে নেওয়া যাক ফোনটির বিস্তারিত তথ্য। 

Redmi 10-এর দাম ও অফার
এই ফোনটির দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিান্টের এই দাম। আর  6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়ান্টের দাম 12,999 টাকা। আজ থেকে ফোনটির সেল শুরু। মিলবে Flipkart, Mi.com, Mi Home এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোরে। দুপুর বারোটা থেকে শুরু হবে সেল। মোট ৩টি রঙে আনা হচ্ছে ফোনটি। সেগুলি হল Caribbean Green, Midnight Black ও Pacific Blue। HDFC Bank ও ICICI Bank-এর ক্রেডিট কার্ডে ফোনটিতে এক হাজার টাকা Discount 

এই ফোনের স্পেসিফিকেশান
এই স্মার্টফোনটি অ্যানড্রয়েড 11 বেসড MIUI 13-তে কার্যকরী। রয়েছে 6.7-inch HD+ স্ক্রিন। ডিসপ্লের সুরক্ষার জন্য গোরিলা গ্লাস 3 প্রোটেকশান দেওয়া দেওয়া হয়েছে। এর প্রসেসার Qualcomm Snapdragon 680। এতে 6GB পর্যন্ত RAM-এর অপশান রয়েছে। ছাড়াও ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। এটির মেন লেন্স 50MP। রয়েছে 2MP পোর্ট্রেট সেন্সর। সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। ফোনটিতে 128GB স্টোরেজের অপশান দিয়েছে সংস্থা। আার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে সেটি বাড়ানোও যাবে। এছাড়াও ফোনটিতে রয়েছে 6000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট।  

আরও পড়ুনPetrol Diesel Price In Kolkata : আজও বাড়ল তেলের দাম? জেনে নিন

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement