Royal Enfield bullet: আপনি কি রয়্যাল এনফিল্ডের বাইক চালাতে ভালবাসেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট খবর। বাজারে হান্টার ৩৫০-এর পর এবার রয়্যাল এনফিল্ড নিজের সিগনেচার মডেল বুলেট ৩৫০-কে নতুন অবতারে নিয়ে আসার পরিকল্পনা করছে। জানা যাচ্ছে, কয়েক দশক পুরনো এই মডেলের খোলনলচে বদলে একে বাজারে আনার প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আপাতত নতুন প্রজন্মের এই বুলেট ৩৫০ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে খুব শিগগিরই একে রাস্তা কাঁপতে দেখা যেতে পারে।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, রয়্যাল এনফিল্ডের নেক্সট জেনারেশন বুলেট ৩৫০-কে নতুন মডেলের ক্লাসিক ৩৫০, মিটিওর ৩৫০, এবং হান্টার ৩৫০- এর মতো নতুন "জে সিরিজ" প্ল্যাটফর্মে তৈরি করা হবে। এই "জে সিরিজ" প্ল্যাটফর্মের বিশেষত্ব হল, এই প্রযুক্তির মাধ্যমে তৈরি বাইকের পাওয়ার এবং পারফর্মেন্স তুখোড় হয়। কিন্তু তুলনমূলকভাবে, আগের সিরিজগুলোর তুলনায় এতে কম্পন অনুভূত হয় অনেক কম।
কেমন হবে এর ইঞ্জিন?
আরও জানা যাচ্ছে, রয়্যাল এনফিল্ডের এই নতুন বাইকে ৩৪৯ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন রাখা হতে পারে। যা ২০.২ বিএইচপি পর্যন্ত পাওয়ায়, এবং ২৭এনএম পর্যন্ত টর্ক জেনারেট করতে সক্ষম। সেই সঙ্গে আরও একটি ভাল খবর রয়েছে। নতুন মডেলের ইঞ্জিনে প্রতি লিটার জ্বালানিতে মাইলেজও আগের তুলনায় অনেকটা বেশি পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে।
কিনতে গেলে খরচ কেমন?
মনে করা হচ্ছে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের প্রথম দিকেই নতুন রূপের বুলেট ৩৫০ বাজারে এন্ট্রি নেবে। সেই সঙ্গে এর দামও হান্টার ৩৫০ মডেলের মতোই হবে। বর্তমানে মডেল ভেদে হান্টার ১.৪৯ লাখ থেকে ১.৬৮ লাখ টাকায় পাওয়া যায়। ফলে নতুন বুলেটের দামও ১.৫০ লাখ থেকেই শুরু হতে পারে।