Advertisement

Royal Enfield Hunter 350: সবচেয়ে সস্তার রয়্যাল এনফিল্ড আরও স্টাইলিশ! হান্টার নিয়ে বড় আপডেট

Royal Enfield Hunter 350 2025: আগামী বছরেই হান্টার ৩৫০-এর নতুন মডেল আনতে পারে রয়্যাল এনফিল্ড। সম্প্রতি অনলাইনে নতুন মডেলের টেস্টিংয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টে হান্টারে এমনিতেই এই ফিচার্সগুলি চাইছিলেন ক্রেতারা। সম্ভবত সেই পরিবর্তন-সহ আপডেট আনতে পারে রয়্যাল এনফিল্ড। ফলে হান্টারের নতুন মডেল কিনলে বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন। সেগুলি কী? আসুন জেনে নেওয়া যাক।

রয়্যাল এনফিল্ড হান্টারের নতুন ভার্সান?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2024,
  • अपडेटेड 3:00 PM IST

Royal Enfield Hunter 350 2025: আগামী বছরেই হান্টার ৩৫০-এর নতুন মডেল আনতে পারে রয়্যাল এনফিল্ড। সম্প্রতি অনলাইনে নতুন মডেলের টেস্টিংয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টে হান্টারে এমনিতেই এই ফিচার্সগুলি চাইছিলেন ক্রেতারা। সম্ভবত সেই পরিবর্তন-সহ আপডেট আনতে পারে রয়্যাল এনফিল্ড। ফলে হান্টারের নতুন মডেল কিনলে বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন। সেগুলি কী? আসুন জেনে নেওয়া যাক।

নতুন LED হেডলাইট

Hunter 350-এ খুব সম্ভবত LED হেডলাইট দিচ্ছে Royal Enfield। এই নতুন LED হেডলাইটটি অন্যান্য Royal Enfield মোটরসাইকেলেও আছে-যেমন Interceptor 650-তে। অর্থাৎ অনেক বেশি প্রিমিয়াম সেগমেন্টের বাইকের লুক কম দামেই পেয়ে যাবেন। এখন ছোট হ্যালোজেন হেডলাইট আছে। তার পরিবর্তে এই নতুন LED হেডলাইট যুক্ত করা হতে পারে। এতে যে শুধু লুক ভাল হবে, তাই নয়, বরং নাইট রাইডের সময়ও অনেক বেশি সুবিধা হবে।

Twin Shock Absorbers-এ পরিবর্তন

Hunter 350-এর পেছনের শক অ্যাবজর্বার নিয়ে আগে ব্যবহারকারীদের একাংশের নানা অভিযোগ ছিল। উঁচুনিচু রাস্তায় ঝাঁকুনি বেশি হয় বলে দাবি তাঁদের। আসলে হান্টারকে বেশি স্পোর্টি রাখার জন্যই একটু স্টিফ সাসপেনশন দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মডেলে Twin Shock Absorbers থাকতে পারে। কিছুটা সফট সাসপেনশন হতে পারে। তবে এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি সংস্থা। সবই প্রাথমিক অনুমান।

ইঞ্জিন এবং অন্যান্য ফিচার্স

এই মডেলের ইঞ্জিন এমনিতেই বেশ ভাল। ফলে সেখানে আর কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের মতোই, এতে ৩৪৯ সিসি, এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। ২০.২ bhp এবং ২৭ Nm টর্ক পাবেন।

ইঞ্জিনের সঙ্গে ৫-স্পিড গিয়ারবক্সও থাকবে। Hunter 350-এর দু'টি ভ্যারিয়েন্ট থাকবে - রেট্রো এবং মেট্রো। এছাড়া, Royal Enfield এই নতুন মডেলে কয়েকটি নতুন রঙও নিয়ে আসতে পারে।

Advertisement

কবে থেকে বুক করা যাবে?

নতুন Royal Enfield Hunter 350 কয়েক মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে। আপডেটেড ফিচার এবং উন্নত পারফরম্যান্সের কারণে অল্পবয়সীদের মধ্যে এটা আবার জনপ্রিয় হতে পারে। তাছাড়া হান্টারের দামও যুবকদের পকেটসই। সব মিলিয়ে নতুন হান্টারের অপেক্ষাতেই অধীর রাইডারকুল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement