ভারতে নতুন বাজেট ফোন Galaxy A05s লঞ্চ করল Samsung। স্যামসাংয়ের এই 4G ফোনের দাম ১৫,০০০ টাকার মধ্যে। আসুন এর দাম এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
কম বাজেটেই বড় স্ক্রিন পাবেন। নতুন Samsung Galaxy A05s-এ 6.7-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। সামনে একটি টিয়ারড্রপ নচ রয়েছে। স্যামসাং এবং অন্যান্য বেশ কয়েকটি ব্র্যান্ড কম বাজেটের সেগমেন্টে এই একই নচের ডিজাইন অফার করছে। পিছনে, Samsung এর 'ফ্লোটিং' ক্যামেরা সিস্টেম রয়েছে। ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজের মতোই।
50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। স্যামসাংয়ের দাবি, অনেক উজ্জ্বল ও রঙিন ছবি উঠবে এই বাজেট ফোনে। অন্য দু'টি সেন্সর, একটি 2 মেগাপিক্সেল ডেপথ এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে, সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
এক নজরে দেখে নিন Samsung Galaxy A05s-এর স্পেসিফিকেশন:
Samsung Galaxy A05s-এর দাম
6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Samsung Galaxy A05s-এর দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে।
SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ১,০০০ টাকা ছাড় পাবেন৷ এটা করলে দাম ১৩,৯৯৯ টাকায় নেমে আসবে। স্যামসাং-এর এক্সক্লুসিভ এবং রিটেল স্টোর, Samsung.com এবং অন্যান্য অনলাইন পোর্টাল থেকে কিনতে পারবেন।