Advertisement

Tata's New Electric Car This Month Only: পুজোর আগেই TATA-র ধামাকা, লঞ্চ করছে সবচেয়ে সস্তা EV; এক চার্জেই চলবে ২৫০ কিমি

Tata's New Electric Car This Month Only: একবার চার্জ করলেই চলবে ২৫০ কিলোমিটার। এ মাসেই লঞ্চ হচ্ছে Tata-র সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি টাটা টিয়াগো। যা নিয়ে উচ্ছ্বসিত টাটা কোম্পানির কর্তারা।

এক চার্জে ২৫০ কিলোমিটার, এ মাসেই লঞ্চ হচ্ছে Tata-র সবচেয়ে সস্তা ইলেকট্রিক কার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Sep 2022,
  • अपडेटेड 3:02 PM IST
  • এ মাসেই লঞ্চ হচ্ছে Tata-র সবচেয়ে সস্তা ইলেকট্রিক কার
  • এক চার্জে ২৫০ কিলোমিটার
  • টাটা টিয়াগোর নতুন ইলেকট্রিক ভেহিক্যালস

ভারতীয় অটো মার্কেটে ইলেকট্রিক গাড়ির (Electric Car) ডিমান্ড খুব দ্রুত গতিতে বাড়ছে। নির্মাণকারী সংস্থাগুলি লাগাতার নিজেদের ইলেকট্রনিক গাড়িগুলি (EV) বাজারে লঞ্চ করে চলেছে। এই ক্রমে ঘরোয়া ভেহিকেল নির্মাতা কোম্পানি টাটা মোটর (Tata Motors) তাদের আরও একটি ইলেকট্রিক মডেল ঘোষণা করে দিয়েছে। কোম্পানি খুব দ্রুত টাটা টিয়াগো (Tata Tiago) ইলেকট্রিক লঞ্চ করবে। টাটা মোটরসের ইলেকট্রিক ভেহিকেলের পোর্টফোলিওতে আগে, আরও দুটি গাড়ি রয়েছে। টাটা ট্রিগর (Tata Trigor) এবং টাটা নেক্সন (Tata Nexon)। নেক্সন ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে দেদার বিক্রি হচ্ছে।

কত হতে পারে দাম?

খবরে জানা গিয়েছে যে, টাটা টিয়াগো ইলেক্ট্রিক হ্যাচব্যাক এর আনুমানিক দাম সাড়ে ১২ লাখ টাকা বা তার সামান্য কম হতে পারে। বলা হচ্ছে যে এটি সবচেয়ে সস্তার হ্যাচব্যাক ইলেকট্রিক কার। যদি এর রেঞ্জের কথা বলি তাহলে একবার চার্জে এটি প্রায় আড়াইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মনে করা হচ্ছে  টাটা মোটরসের টাটা অলট্রোজও (Tata Altroz) ইলেকট্রিক ভেহিকেল হিসেবে লঞ্চ করে দেওয়া হতে পারে। নেক্সনের সাফল্যের পর কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে নিজের অন্য গাড়িগুলি লঞ্চ করার পরিকল্পনা করেছে।

টাটা মোটরসের বড় পরিকল্পনা

পাঁচ বছরে টাটা মোটরসের তরফে ১০ টি ইলেকট্রিক বাহন মডেল পেশ করা হবে বলে টার্গেট নেওয়া হয়েছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের নির্দেশক শৈলেশ চন্দ্র জানিয়েছেন যে আমাদের সবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিয়াগো ইলেকট্রিক (Tiago EV) ভেহিকেলের মধ্য দিয়ে আমরা নিজস্ব ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট বিস্তার করার ঘোষণা করছি। আগামী কয়েক সপ্তাহে টিয়াগো ইলেকট্রিক ভেহিকেলের দাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে পেশ করা হবে। তিনি জানিয়েছেন যে বর্তমান সময়ে ৪০ হাজারের বেশি নেক্সন ইলেকট্রিক ভেহিকেল এবং ট্রিগর ইলেকট্রিক ভেহিকেল দেশের রাস্তায় দৌড়নোর অপেক্ষা রয়েছে।

গ্রিন রাইডের উপর ফোকাস

Advertisement

tata motors জানিয়েছে যে, তাদের লক্ষ্য ভারতে ইলেকট্রিক ভেহিকেলসের বাজার বাড়ানো। উদ্দেশ্য হচ্ছে গ্রিন রাইডসকে উৎসাহ দেওয়া। কেন্দ্রীয় সরকার চাইছে যে ২০৩০ সালের মধ্যে রাস্তায় চলা সমস্ত গাড়ির মধ্যে ৩০ শতাংশ যেন ইলেকট্রিক গাড়ি থাকে। টাটা মোটরস তাতে নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায় বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement