Advertisement

টেলিগ্রামে নয়া চমক, এক ঝাঁক নতুন ফিচারে সাজছে এই অ্যাপ

একাধিক মেসেজ পিন করে রাখা, সহজেই মিউজিক প্লে লিস্ট তৈরি, লাইভ লোকেশন। এমনকী চ্যানেল কিংবা গ্রুপের জন্য পোস্ট স্ট্যাটেস্টিক্স-এর মতো ফিচারও রাখা হবে।

হ্যালোইন স্টিকারও আসছে টেলিগ্রামে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2020,
  • अपडेटेड 8:45 PM IST
  • মেসেজ পিন করে রাখা, সহজেই মিউজিক প্লে লিস্ট তৈরি, লাইভ লোকেশন
  • চ্যানেল কিংবা গ্রুপের জন্য পোস্ট স্ট্যাটেস্টিক্স-এর মতো ফিচারও রাখা হবে
  • টেলিগ্রামে ইউজার বৃদ্ধি করতে প্লে লিস্ট ফিচার এনেছে সংস্থাটি

মেসেজিং অ্যাপ টেলিগ্রাম এবার আরও নতুন সাজে সেজে উঠতে চলেছে নয়া আপডেটে। অনেক রকম নতুন নতুন ফিচারও রাখা হবে। যেমন একাধিক মেসেজ পিন করে রাখা, সহজেই মিউজিক প্লে লিস্ট তৈরি, লাইভ লোকেশন। এমনকী চ্যানেল কিংবা গ্রুপের জন্য পোস্ট স্ট্যাটেস্টিক্স-এর মতো ফিচারও রাখা হবে। এছাড়াও নতুন নতুন হ্যালোইন স্টিকারও আসছে টেলিগ্রামে।

আগে কেবল একটি মেসেজে গ্রুপে পিন করে রাখার সুযোগ ছিল। কিন্তু এবারে বদলাচ্ছে সেই নিয়ম। গ্রুপের সদস্যরা এক সঙ্গে একই সময় মেসেজ পিন করতে পারবেন। চ্যানেল বা গ্রুপের অ্যাডমিনরা কেবল তা বন্ধ করতে পারবে। 

সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "এখন আর কেবল একটি মেসেজ পিন করে রাখার দিন নেই। প্রচারের জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ছোট ছোট মেসেজে অ্যাডমিনরা একসঙ্গে পিন করে রাখতে পারবেন। টেলিগ্রাম এই নতুন ফিচারটি ওয়ান-টু-ওয়ান চ্যাট ছাড়াও গ্রুপ কিংবা চ্যানেলের জন্যও উপলব্ধ করছে। চ্যাট বক্সের ডান দিকের কোনায় এই ফিচারটি পাওয়া যাবে। ইউজাররা সেখানে গিয়ে একবার ক্লিক করলেই সমস্ত পিনড মেসেজ পেয়ে যাবেন।" 

এছাড়াও লাইভ লোকেশন ২.০-এর মতো একটি প্রয়োজনীয় ফিচারও আপডেট করেছে অ্যাপটি। এক্ষেত্রে যখনই ইউজাররা একে অপরের কাছাকাছি আসবে তখন নোটিফিকেশন পাবে। সেক্ষেত্রে অবশ্যি লাইভ লোকেশন অন রাখতে হবে। সেখানে দূরত্বের সব বিস্তারিত তথ্যও দেওয়া থাকবে বলাই জানান হয়েছে।

পাশাপাশি টেলিগ্রামে ইউজার বৃদ্ধি করতে প্লে লিস্ট ফিচার এনেছে সংস্থাটি। এবার থেকে একটি গানের বদলে গোটা প্লে লিস্ট শেয়ার করতে পারবেন মনপসন্দ বন্ধুদের সঙ্গে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement