Advertisement

Apple iPhone 15 Launch: আজই ভারতে লঞ্চ হচ্ছে iPhone 15 , দাম কেমন হতে পারে?

Apple iPhone 15 Launch: শীঘ্র লঞ্চ হতে চলেছে আইফোন ১৫। একাধিক রিপোর্ট অনুযায়ী, এবারই প্রথম, শুরুতেই মেড-ইন-ইন্ডিয়া iPhone 15s বিক্রি করবে অ্যাপেল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে অনুযায়ী, অ্যাপেল লঞ্চের দিন ভারতে অ্যাসেম্বল করা ডিভাইস বিক্রি করবে। অর্থাৎ, খুব শীঘ্রই ভারতীয় ক্রেতাদের হাতে দেশে তৈরি আইফোন আসতে চলেছে। এটি মেড-ইন-ইন্ডিয়া প্রকল্পের জন্য একটি মাইলফলকও বলা যেতে পারে।

লঞ্চের আগেই আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স মডেলের প্রত্যাশিত স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশিত হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2023,
  • अपडेटेड 3:22 PM IST
  • শীঘ্র লঞ্চ হতে চলেছে আইফোন ১৫। একাধিক রিপোর্ট অনুযায়ী, এবারই প্রথম, শুরুতেই মেড-ইন-ইন্ডিয়া iPhone 15s বিক্রি করবে অ্যাপেল।
  • ব্লুমবার্গের এক প্রতিবেদনে অনুযায়ী, অ্যাপেল লঞ্চের দিন ভারতে অ্যাসেম্বল করা ডিভাইস বিক্রি করবে।
  • খুব শীঘ্রই ভারতীয় ক্রেতাদের হাতে দেশে তৈরি আইফোন আসতে চলেছে। এটি মেড-ইন-ইন্ডিয়া প্রকল্পের জন্য একটি মাইলফলকও বলা যেতে পারে।

Apple iPhone 15 Launch: শীঘ্র লঞ্চ হতে চলেছে আইফোন ১৫। একাধিক রিপোর্ট অনুযায়ী, এবারই প্রথম, শুরুতেই মেড-ইন-ইন্ডিয়া iPhone 15s বিক্রি করবে অ্যাপেল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে অনুযায়ী, অ্যাপেল লঞ্চের দিন ভারতে অ্যাসেম্বল করা ডিভাইস বিক্রি করবে। অর্থাৎ, খুব শীঘ্রই ভারতীয় ক্রেতাদের হাতে দেশে তৈরি আইফোন আসতে চলেছে। এটি মেড-ইন-ইন্ডিয়া প্রকল্পের জন্য একটি মাইলফলকও বলা যেতে পারে।

অ্যাপেল কিন্তু এখনও চিন থেকেই বেশিরভাগ আইফোন অ্যাসেম্বল করায়। তবে এবারই প্রথম লঞ্চের দিন থেকেই মেড-ইন-ইন্ডিয়া আইফোন বেচবে অ্যাপেল। 

মঙ্গলবার রাতে সাড়ে ১০টায় Apple এর 'Wonderlust' ইভেন্টে নতুন আইফোন লঞ্চ হবে। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দফতরে এই ইভেন্ট হবে। অ্যাপলের ইউটিউব চ্যানেলেও লাইভস্ট্রিম করা হবে।

লঞ্চের আগেই আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স মডেলের প্রত্যাশিত স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশিত হয়েছে। 

iPhone 15 Pro, Pro Max: ডিজাইন, স্পেসিফিকেশন

মঙ্গলবার রাতে সাড়ে ১০টায় Apple এর 'Wonderlust' ইভেন্টে নতুন আইফোন লঞ্চ হবে।


আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে টাইটানিয়াম ব্যাক প্যানেল থাকবে বলে মনে করা হচ্ছে। ব্রাশড টাইটেনিয়ামের এফেক্ট থাকতে পাারে। ডিভাইসের এজ মসৃণ এবং আগের তুলনায় আরও গোলাকার হতে পারে। এখনও পর্যন্ত যে রেন্ডারিংগুলি প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অবশেষে USB-C পোর্ট যোগ করেছে অ্য়াপেল। 

আইফোন 15 প্রো মডেলে আগের তুলনায় বড় ডিসপ্লে পাবেন। যাঁরা বড় ডিসপ্লে পছন্দ করেন তাঁদের জন্য এটি বেশ সুখবর বলা যেতে পারে। তবে অনেকে বলছেন, অ্যাপেল আগের মতোই প্রো ম্যাক্স মডেলের দেখা 6.7-ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং প্রো ভার্সানের 6.1-ইঞ্চি স্ক্রিন বজায় রাখবে।

Advertisement

প্রো মডেলে সম্ভবত নতুন A17 বায়োনিক চিপ থাকবে। অপটিক্সের দিক দিয়ে প্রো মডেলে টেলিফোটো এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় আগের তুলনায় আরও বেশি মেগাপিক্সেল থাকতে পারে। 

iPhone 15 Pro, Pro Max Price
আইফোন 15 প্রো-এর দাম এক লাফে অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রো মডেলের দাম ১০০ মার্কিন ডলার বাড়তে পারে। প্রো ম্যাক্সের দাম ২০০ মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সুতরাং, iPhone 15 প্রো ভার্সানের দাম $৯৯৯ (প্রায় ৮২,৯০০ টাকা) থেকে বেড়ে $১,০৯৯ (প্রায় ৯১,২০০ টাকা)-এ গিয়ে দাঁড়াতে পারে। ভারতে, প্রতিবছরের মতো দাম সম্ভবত আরও কিছুটা বেশি হবে।

নতুন iPhone 15 Pro-এর দাম ১,৩৯,৯০০ টাকায় পৌঁছে যেতে পারে। Pro Max-এর দাম ১,৫৯,৯০০ টাকা হতে পারে। তবে দামগুলি এখনও সুনিশ্চিত নয়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement