Advertisement

ফ্লিপকার্টে শুরু হচ্ছে দুর্দান্ত অফার ! এই ১০টি মোবাইলের উপর নজর রাখতেই হবে আপনাকে

১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস। আর এইজন্য বিভিন্ন স্মার্টফোনের উপর দুর্দান্ত ছাড় রেখেছে সংস্থা। এক নজরে দেখে নিন, কোন ১০টি মোবাইলের উপর বিশেষ নজর রাখবেন এই সময়ে।

ফ্লিপকার্টে শুরু হচ্ছে দারুণ অফার। ছবি- ইন্ডিয়া টুডে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Oct 2020,
  • अपडेटेड 9:39 PM IST
  • ফ্লিপকার্টে শুরু হচ্ছে দুর্দান্ত অফার
  • এই ১০টি ফোনে রয়েছে দারুণ অফার
  • ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে অফার

১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস। আর এইজন্য বিভিন্ন স্মার্টফোনের উপর দুর্দান্ত ছাড় রেখেছে সংস্থা। এক নজরে দেখে নিন, কোন ১০টি মোবাইলের উপর বিশেষ নজর রাখবেন এই সময়ে।

স্যামসং গ্যালাক্সি নোট ১০ প্লাস
ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডে সেলের মধ্যে স্যামসং গ্যালাক্সি নোট ১০ প্লাস মোবাইলটি রয়েছে। দাম ৫৪,৯৯৯ টাকা। ফোনটি যখন প্রথম এসেছিল তখন এর দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। এখন দাম অনেকটাই কমেছে। 

স্যামসং গ্যালাক্সি এস২০ প্লাস
গত বছরই লঞ্চ করেছিল গ্যালাক্সি এস২০ প্লাস। এর দাম ৪৯,৯৯৯ টাকা । লঞ্চের সময়ে ফোনটির দাম ছিল ৮৩,০০০ টাকা।

রিয়েলমি এক্স ৫০ প্রো ফাইভ জি
এবছর ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হয় রিয়েলমি এক্স ৫০ প্রো ফাইভ জি। লঞ্চের সময় এর দাম ছিল ৩৭,৯৯৯ টাকা। কিন্তু এখন সেই দাম বেড়ে গিয়ে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট ফোনটি ৩৬,৯৯৯ টাকায় বিক্রি করবে।

রিয়েলমি সি ১১
খুব ধুমধাম করে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি ১১সেটটি। হ্যালো জি৩৫ প্রসেসর রয়েছে এটিতে। ফ্লিপকার্টে ফোনটি পাওয়া যাবে মাত্র ৬,৪৯৯ টাকায়।

রেডমি নোট ৮
যদি আপনার বাজেট ১৫ হাজার টাকা হয়, তাহলে এই ফোনটি হবে সবার সেরা।  ৯,৯৯৯ টাকায় ফোনটি প্রথমবার লঞ্চ হয়েছিল। পরে এটির দাম বেড়ে হয় ১২,৪৯৯ । এখন সেল চালকালীন ফোনটি ১১,৪৯৯ টাকায় কেনা যাবে।

রিয়েলমি কে২০ প্রো
এই স্মার্টফোনটি লঞ্চের সময় দাম ছিল ২৭,৯৯৯ টাকা। এখন এই ফোনটি ২২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

পোকো এক্স২
ফ্লিপকার্টের সেলে পোকো এক্স২ মিলবে ১৬,৯৯৯ টাকায়। ফোনটি লঞ্চের সময় দাম ছিল ১৫,৯৯৯ টাতা।

ওপো এ৫২
মাত্র কয়েকদিন আগেই ভারতে লঞ্চ করে ওপো সিরিজের এই বিশেষ স্মার্টফোনটি। ফোনটির দাম ছিল ১৫,৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টের অফারে ফোনটি মিলবে ১২,৯৯০ টাকা। 

Advertisement

ভিভো এস১ প্রো
চলতি বছরের জানুয়ারি মাসে লঞ্চ হয় ভিভো এস১ প্রো। লঞ্চের সময়ে এৎ দাম ছিল ১৯,৯৯০ টাকা। ফ্লিপকার্টের সেলে পাওয়া যাবে ১৮,৯৯০ টাকায়।

মোটোরয়ালা মোটো জি৯
ফোনটি লঞ্চের সময়ে দাম ছিল ১১,৪৯৯ টাকা। ফ্লিপকার্টের অফারে পাওয়া যাবে ৯,৯৯৯ টাকায়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement