Advertisement

WhatsApp Group Call : একসঙ্গে ৩২ জন! গ্রুপ কলে দুর্দান্ত ফিচার আনল WhatsApp

WhatsApp একাধিক ফিচার নিয়ে এসেছে। তার মধ্যে রয়েছে কমিউনিটি ট্যাব, ইমোজি, 2GB ফাইল স্থানান্তর ইত্যাদি। তবে সব থেকে আকর্ষণীয় ফিচার হল গ্রুপ কল।

ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Apr 2022,
  • अपडेटेड 5:08 PM IST
  • WhatsApp একাধিক ফিচার নিয়ে এসেছে
  • তার মধ্যে রয়েছে কমিউনিটি ট্যাব, ইমোজি, 2GB ফাইল স্থানান্তর ইত্যাদি
  • তবে সব থেকে আকর্ষণীয় ফিচার হল গ্রুপ কল

WhatsApp একাধিক ফিচার নিয়ে এসেছে। তার মধ্যে রয়েছে কমিউনিটি ট্যাব, ইমোজি, 2GB ফাইল স্থানান্তর ইত্যাদি। তবে সব থেকে আকর্ষণীয় ফিচার হল গ্রুপ কল। এতদিন পর্যন্ত মাত্র ৮ জন একসঙ্গে কথা বলতে পারত। এবার থেকে ৩২ জনকে যয়ুক্ত করা যাবে একটা কলেই। 

যদিও এই নয়া ফিচারগুলো নির্বাচিত কিছু অঞ্চলে চালু করা হয়েছে। Wabetainfo-এ এই তথ্য সামনে এনেছে। তাদের তরফে জানানো হয়েছে, ৩২ জনের সঙ্গে গ্রুপ ভয়েস কলের বৈশিষ্ট্য নয়া ফিচারে রয়েছে।

নতুন বৈশিষ্ট্য কী? 


ওই প্রতিবেদনে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'এখন ৩২ জন গ্রুপ কলে অ্যাড হতে পারবেন। নতুন আপডেটটি নয়া ইন্টারফেস পাবে।'

WhatsApp-এ গ্রুপ কলে ৩২ জনকে যুক্ত করার বৈশিষ্ট্যের পাশাপাশি, ব্যবহারকারীরা একটি আপডেট ডিজাইনও পাবেন। এছাড়াও গ্যালাক্সি থেকে আপনার পছন্দের মিডিয়া বেছে নেওয়ার মতো কিছু ছোটখাট বৈশিষ্ট্যও নতুন আপডেটের অংশ। এই ফিচারটি ব্রাজিলে চালু হয়েছে।

আরও কী কী নতুন ফিচার


WhatsApp সম্প্রতি কমিউনিটি ফিচার ঘোষণা করেছে, যা এই বছরের শেষ নাগাদ সমস্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে। বর্তমানে, ব্যবহারকারীরা শুধুমাত্র 25MB পর্যন্ত ফাইল স্থানান্তরিত করতে পারেন। 

WhatsApp-এর পেইড সাবস্ক্রিপশন প্ল্যানও পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র ব্যবসায়িক অ্যাকাউন্টের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা পাওয়া যাবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement