এই সময় দেশের বিভিন্ন রাজ্য বন্যার কবলে। আর যেখানে যেখানে বৃষ্টি নেই, সেখানে গরমে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। ফলে স্বাভাবিকভাবেই এসি, কুলারের বিক্রি বেড়ে গিয়েছে কয়েকগুণ। তবে ব্যবহার বাড়ার সুযোগে চড়চড় করে বাড়ছে বিদ্যুতের খরচও। যত বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, মাসের শেষে বিলের অঙ্কও বাড়ছে। কপালে ভাঁজ পড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের সকলে। এই পরিস্থিতিতে যদি আপনার হাতে এমন কোনও উপায় আসে, যাতে আপনি বিনা পাওয়ার কাটের ঝঞ্ঝাট-এ পড়েই এসি চালাতে পারেন দেদার, আবার তার জন্য এক পয়সাও বিদ্যুৎ বিল আসবে না, তাহলে কেমন হয়?