ChatGPT নামটা এখন মোটামুটি সবাই জেনে ফেলেছেন। কিন্তু এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) যে আসলে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, তা বোধ হয় এখনও অনেকে ঠাওর করতে পারছেন না। ঠিক তাই। আপনি যা ভাববেন, স্বপ্ন দেখবেন, তাই করে আপনার সামনে এনে দেবে OpenAI-এর ChatGPT। বিশ্বাস না হলে, ভিডিওটি দেখুন।