দিন দিন গোটা বিশ্বে সৌরশক্তির ব্যবহার বাড়ছে। লক্ষ্য একটাই, দূষণের পরিমান কমানো। সম্প্রতি ইন্দোনেশিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। যা দিয়ে গোটা দেশের অনেকটাই বিদ্যুতের ঘাটতি মেটানো যাবে। ইন্দোনেশিয়া 10 কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আটশো কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম একটি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছে। বৃহস্পতিবার পরিবেশ বান্ধব, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের আরো সুযোগ খোঁজার প্রেক্ষাপটে তারা এটার উদ্বোধন করা হয়েছে।