Advertisement

ইউটিলিটি

Cheapest Cars in India: Maruti থেকে Tata, ৫ লাখের মধ্যেই পাবেন এই পাঁচ গাড়ি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2025,
  • Updated 3:40 PM IST
  • 1/10

১. Maruti Suzuki Alto K10: দাম: ₹৪.২৩ লক্ষ (এক্স-শোরুম)। বিক্রির নিরিখে ভারতে মধ্যবিত্তের প্রথম পছন্দ মারুতি। সেই মারুতি অ্যাল্টো K10 এখনও ভারতের সেরা বাজেট কারের তালিকায় শীর্ষে। ছোট পরিবারের জন্য উপযুক্ত এই হ্যাচব্যাক। সহজেই শহরের রাস্তায় চালানো যায়।

  • 2/10

রয়েছে পেট্রোল ইঞ্জিন এবং সিএনজি ভ্যারিয়েন্টের অপশন। রক্ষণাবেক্ষণের খরচ কম। মাইলেজও বেশ ভাল। আর সেই কারণেই বহু ক্রেতার প্রথম পছন্দ Alto K10।

  • 3/10

২. Maruti Suzuki S-Presso: দাম: ₹৪.২৬ লক্ষ (এক্স-শোরুম)। মারুতিরই আরেকটি জনপ্রিয় বাজেট কার এস-প্রেসো। মাইক্রো-এসইউভি স্টাইলের গাড়ি। দেখতে ছোট হলেও ভেতরে যথেষ্ট জায়গা রয়েছে।

  • 4/10

যাঁরা কম বাজেটে SUV র ফিল চান, তাঁদের জন্য দারুণ অপশন। লো মেইনটেন্যান্স, ভাল মাইলেজ আর সহজেই ড্রাইভিং করা যায়। আর সেই কারণেই এই গাড়ির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

  • 5/10

৩. Renault Kwid: দাম: ₹৪.৭০ লক্ষ (এক্স-শোরুম)। রেনল্ট কুইড গত কয়েক বছর ধরে ধীরে ধীরে বাজেট সেগমেন্টে নিজের জায়গা পাকা করে নিয়েছে। স্টাইলিশ ডিজাইন, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম আর কম খরচে ভাল ফিচার পাবেন এই গাড়িতে।

  • 6/10

ছোট পরিবার থেকে শুরু করে নতুন ড্রাইভার, সবার জন্যই দারুণ অপশন Kwid।

  • 7/10

৪. Tata Tiago: দাম: ₹৫.০০ লক্ষ (এক্স-শোরুম)। টাটার গাড়ি। টিয়াগো এই দামের মধ্যে সেরা হ্যাচব্যাকগুলির মধ্যে অন্যতম। গাড়িটির সেফটি ফিচার সত্যিই বেশ ভাল।

  • 8/10

গ্লোবাল NCAP রেটিংয়ে ভাল স্কোর আছে। এই দামে এত সেফটি সত্যিই ভাবা যায় না। ডিজাইন, ইঞ্জিন পারফরম্যান্স এবং মাইলেজ, সবকিছুই ঠিকঠাক। নতুন মডেলগুলি দেখতেও বেশ সুন্দর।

  • 9/10

৫. Citroen C3: দাম: ₹৫.২৫ লক্ষ (এক্স-শোরুম)। ফ্রান্সের নামী কোম্পানি সিট্রোয়েন। এই গাড়িটা বাজেট সেগমেন্টে তুলনামূলকভাবে নতুন। তবে বেশ স্টাইলিশ ডিজাইন। দেখে অনেক দামি গাড়ি মনে হয়। সেই সঙ্গে বেশ কমফোর্টেবল। সেই কারণে ভারতে ধীরে ধীরে Citroen C3 র জনপ্রিয়তা বাড়ছে।

  • 10/10

দাম সামান্য বেশি হলেও এর ফিচার ও ড্রাইভিং এক্সপেরিয়েন্স দারুণ। দেখতে বেশ স্টাইলিশ। তাই যাঁরা কম বাজেটে একটু প্রিমিয়াম ফিল চান, তাঁদের জন্য ভাল।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement